ভাষা – জেএসসি-বাংলা-2-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 417
জেএসসি বাংলা | 4161. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
- শব্দ
- ছবি
- ইঙ্গিত
- ভাষা
4162. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে?
- লেখ্য
- কথ্য
- আঞ্চলিক
- উপভাষা
4163. মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?
- কলমের সাহায্যে
- ঠোঁটের সাহায্যে
- ফুসফুসের সাহায্যে
- বাগযন্ত্রের সাহায্যে
4164. সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি?
- জীবন্ত
- আধুনিক
- কৃত্রিম
- পরিবর্তনশীল
4165. বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ বা রীতি কী কী?
- কথ্য-লেখ্য
- কথ্য-প্রমিত
- প্রমিত-লেখ্য
- লেখ্য-আঞ্চলিক
4166. বালুচ ভাষা প্রচলিত কোন দেশে?
- বাংলাদেশ
- ভারত
- পাকিস্তান
- মায়ানমার
4167. কথ্য ভাষারীতি কয়টি ভাগে বিভক্ত?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
4168. কোনগুলো চলিত রীতির বিশেষ্য পদ?
- মৎস্য হাতি
- হাতি বাঘ
- মাছ হস্তী
- ব্যাঘ্র মাছ
4169. কোন ভাষারীতি কথাবার্তা, বক্তৃতা ভাষণে উপযোগী নয়?
- সাধু রীতি
- চলিত রীতি
- প্রমিত রীতি
- আঞ্চলিক রীতি
4170. কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা সবচেয়ে উপযোগী?
- চলিত
- সাধু
- মিশ্র
- সবগুলোই
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "জেএসসি বাংলা - 2 - 1- ভাষা - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 417"