জেএসসি বাংলা সহপাঠ । সাড়ে তিন হাত জমি । কুইজ মডেল টেস্ট অনুশীলন
3893. ‘দিনপ্রতি জমির দাম ১০০ রুবল’- এখানে দিনপ্রতি বলতে কী বোঝানো হয়েছে?
- ২৪ ঘন্টা
- সূর্যোদয়-সূর্যাস্ত
- ফজর-মাগরিব
- ভোর ৫টা-সন্ধ্যা ৭টা
3894. চা খেতে খেতে কারা গল্প করছিল?
- পাখোম ও তার স্তী
- পাখোম ও তার বোন
- দুই বোন
- পাখোম ও শয়তান
3895. পাখোমের মৃত্যুর জন্য দায়ী-
- শয়তানের প্ররোচনা
- তার বোকামি
- অতি লোভ
A,C
3896. পাখোমের কীসের অভাব ছিল?
- সুখ-শান্তির
- জমির
- অর্থের
- শহরের সুযোগ সুবিধার
3897. শয়তান পাখোমকে নিয়ে মজার খেলা খেলতে চাইলো কেন?
- লোভের শাস্তি দেওয়ার জন্য
- সুপথে ফিরিয়ে আনার জন্র
- লোভের পরিণতি দেখানোর জন্য
- জমিদার বানানোর জন্য
3898. পাখোম জমি কেনার জন্য কী বিক্রয় করেছিল?
- হাতির বাচ্চা ও মৌমাছি
- গাধার বাচ্চা ও মৌমাছি
- পুরো মৌমাছি
- তার পুরো সম্পত্তি
3899. কখন পাখোর স্ত্রী-পুত্র নিয়ে নতুন দেশের পাড়ি জমায়?
- গ্রীষ্মের শুরুতে
- বর্ষার শুরুতে
- শীতের শুরুতে
- বসন্তের শুরুতে
3900. রুহুল আমিন গ্রামের মাতব্বর। গ্রামের লোক তাকে মান্য করে। কিন্তু সে লোভী। নিজের নাম জাহির করার আশা তার মনে জেগে উঠল তাহেরের কথায়। তাহের তাকে বলেছিল যে একবার চেয়ারম্যান হতে পারলে দেশের মানুষ তাকে চলতে ফিরতে সালাম দেবে। একথা শুনে রুহুল আমিন তার সব জমি বিক্রি করে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়ালো এবং বিপুল ভোটে পরাজিত হল। এখন সে পথের ফকির।
- স্টার্শিনা
- পাখোম
- ওভাশিয়ার
- শয়তান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি বাংলা সহপাঠ । সাড়ে তিন হাত জমি । কুইজ মডেল টেস্ট অনুশীলন - 390"