জেএসসি বাংলা সহপাঠ:
জেএসসি-বাংলা-1-সহপাঠ-5-রিপভ্যান-উইংকল – জেএসসি-বাংলা-1-সহপাঠ – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 381
3801. রিপের অনেক দিন কেটে গেল । কিন্তু তার মনে হলো মাত্র এক রাত। বন্ধুদের পরিবর্তণ আর তার একাকিত্বে রিপের হৃদয় দমে গেল। লোকজনের ভিড় ঠেলে একজন মহিলা এগিয়ে এল। তার কোলে একটি শিশু। শিশুটা ভয় পেয়ে কাঁদতে শুরু করল। শিশুটির নাম ও তার মায়ের কণ্ঠস্বর রিপের মনে পুরাতন স্মৃতি জাগিয়ে দিল। ‘তোমার নাম কী গো?’ -জুনিথ গার্ডনার জিজ্ঞাসা করল।
- রিপভ্যানের স্ত্রী
- ব্রম ডুচারের মেয়ে
- রিপভ্যানের নাতনি
- রিপভ্যানের মেয়ে
3802. শিশুটি ভয় পেল কেন?
- অচেনা বৃদ্ধকে দেখে
- বন্দুক দেখে
- লাঠি দেখে
- ছড়ি দেখে
3803. মহিলার কণ্ঠস্বর শুনে রিপের কোন স্মৃতি জেগে উঠল?
- বহুদিনের কথা
- স্ত্রী-কন্যার স্মৃতি
- বন্ধুদের কথা
- শিশুপুত্রের কথা
3804. কত বছর রিপের এক রাত মনে হলো?
- ত্রিশ বছর
- পঁচিশ বছর
- পাঁচ বছর
- বিশ বছর
3805. রিপের কথাগুলো কে প্রথম বিশ্বাস করল ?
- জুনিথ গার্ডনার
- পিটার
- ব্রম ডুচার
- নিকোলাস ডেভার
3806. বালকের ভাগ্যকে যুবক সৈনিক স্বেচ্ছায় বরণ করে নেওয়ার পর রাজকুমার যেটি বলেছিল-
- তুমি সব লোক থেকে মহান
- আমি তোমাকে আর্ল্ খেতাবে ভূষিত করলাম
- তোমার কোনো তুলনা নেই
A,B
3807. রিপভ্যান চরিত্রটি বিশ্লেষণ করলে নিচের যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়-
- অলস উপকারী ও সহজ
- সরল
- আড্ডাবাজ অসাবধানী
- ছন্নছাড়া ঝগড়াটে ভীতু
A,B
3808. চোরের দলের মাতব্বর রাজকুমারকে কী নামে নামকরণ করল?
- টম ক্যান্টি
- ফুফু দি ফাস্ট
- হিউগস
- এডওয়ার্ড
3809. ‘দি ইউনিয়ন হোটেল’- এর মালিকের নাম কী?
- জুনিথ গার্ডনার
- জোনাথন
- জোনাথন ডুলিটল
- ভ্যান বুশেল
3810. টম সবসময় কীসের স্বপ্নে বিভোর হয়ে থাকত?
- রাজা আর রাজকুমারের
- পরীদের
- পাতালপুরীর
- রাজপ্রাসাদের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-সহপাঠ-5-রিপভ্যান-উইংকল - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 381"