জীবের-বৃদ্ধি-ও-বংশগতি – জেএসসি-বিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 764
7631. সপুষ্পক উদ্ভিদে মিয়োসিস ঘটে-
- পরাগধানীতে
- ডিম্বাশয়ে
- ডিম্বকে
7632. অ্যামািইটোসিস কোষ বিভাজন সংগটিত হয়-
- ব্যাকটেরিয়ায়
- ছত্রাকে
- অ্যামিবায়
A,B,C
7633. প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে কী গঠন করে?
- সেন্ট্রোমিয়ার
- ক্রোমাটিড
- সেন্ট্রিওল
- মিউকর
7634. কোনটি এককোষী জীব?
- এগারিকাস
- কুনোব্যাঙ
- ইস্ট
- মিউকর
7635. মেটাফেজ ধাপে প্রত্যেক ক্রোমটিড কয়টি করে সেন্ট্রোমিয়ার পায়?
- একটি
- দুইটি
- চারটি
- একটি না
7636. জিনতত্ত্বের জনক কে?
- লিনিয়াস
- মেন্ডেল
- জন রে
- ডারউইন
7637. জিনের আদান-প্রদান ঘটে কোন বিভাজনের মাধ্যমে?
- অ্যামাইটোসিস
- মাইটোসিস
- মিয়োসিস
- দ্বিবিভাজন
7638. কোন দশাতে মাকু আকৃতির তন্তুর আবির্ভাব ঘটে?
- প্রোফেজ
- প্রো-মেটাফেজ
- মেটাফেজ
- টেলোফেজ
7639. কোনটি ক্রমাগত বিভাজনের মাধ্যমে বিশাল দেহ সৃষ্টি করে?
- ক্রোমোজোম
- জাইগোট
- ডিএনএ
- আরএনএ
7640. মা ও বাবার কিছু বৈশিষ্ট্য সন্তান-সন্ততি পেয়ে থাকে। বংশপরম্পরায় বৈশিষ্ট্য পরিবহনে ক্রোমোজোম বাহক হিসেবে কাজ করে।
- DNA
- RNA
- ATP
- NADP
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের-বৃদ্ধি-ও-বংশগতি - জেএসসি-বিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 764"