জীবের-বৃদ্ধি-ও-বংশগতি – জেএসসি-বিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 763
জেএসসি-বিজ্ঞান-কুইজ মডেল টেস্ট | 7621. ক্রোমাটিডের আকৃতি কিসের মতো?
- সুতা
- ডাম্বেল
- ফিতা
- বৃত্ত
7622. কোন ধাপে অ্যাস্ট্রার রশ্মির আবির্ভাব ঘটে?
- টেলোফেজ
- প্রো-মেটাফেজ
- অ্যানাফেজ
- মেটাফেজ
7623. মিয়োসিস বিভাজনের সময় কোষ পরপর কয়বার বিভাজিত হয়?
- ৪ বার
- ৩ বার
- ২ বার
- ৫বার
7624. বংশগতির ধারা অক্ষণ্ন রাখতে ক্রোমোজোম কী হিসেবে কাজ করে?
- জিন
- বাহক
- আরএনএ
- ডিএনএ
7625. মাইটোসিস বিভাজনকালে কোন প্রক্রিয়াটি প্রথম ঘটে?
- নিউক্লিয়াসের আকার বৃদ্ধি
- নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি
- ক্রোমাটিড গঠন
- নিউক্লিয়ার জালিকার ভাঙন
7626. নিউক্লিক এসিড হলো-
- DNA
- RNA
- ATP
A,B
7627. জনন কোষ উৎপাদনকালে কোন ধরনের বিবাজন ঘটে?
- মাইটোসিস
- মিয়োসিস
- অ্যামাইটোসিস
- সবগুলো সঠিক
7628. প্রাণিদেহে মােইটোসিস ঘটে-
- দেহ কোষে
- ভ্রূণের পরিবর্ধনের সময়
- মুকুলে
A,B
7629. সপুষ্পক উদ্ভিদের মিয়োসিস ঘটে-
- পরাগধানীতে
- দলমন্ডলে
- ডিম্বকের মধ্যে
A,B
7630. DNA কর্তৃক নিয়ন্ত্রিত হয়-
- চোখের রং
- চুলের প্রকৃতি
- চামড়ার রং
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বিজ্ঞান-কুইজ মডেল টেস্ট- 763"