জীবের-প্রজনন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 551
এসএসসি-জীববিজ্ঞান কুইজ | 5501. প্রাথমিক ভ্রূণ কয় কোষী?
- চার কোষী
- ত্রি কোষী
- দ্বি কোষী
- এক কোষী
5502. বিযুক্তদল কাকে বলে?
- পাপড়ি যুক্ত না থাকলে
- পাপড়ি নিচের দিকে থাকলে
- দলমন্ডল রঙ্গিন থাকলে
- পাপড়ি না থাকলে
5503. নিষেক কত প্রকার?
- এক প্রকার
- দুই প্রকার
- তিন প্রকার
- চার প্রকার
5504. যে ফুলে পাঁচটি অংশের একটি অনুপস্থিত থাকে তাকে কী বলে?
- সম্পূর্ণ ফুল
- অসম্পূর্ণ ফুল
- সবৃন্তক ফুল
- অবৃন্তক ফুল
5505. গৌণ কেন্দ্রিকায় কয়টি ভ্রূণথলির কেন্দ্রে এসে মিলিত হয়?
- 1
- 2
- 3
- 4
5506. যুক্তগর্ভ পত্রীতে –
- কতগুলো গর্ভপত্র নিয়ে স্ত্রীস্তবক গঠিত হয়
- গর্ভপত্র পরস্পরের সাথে যুক্ত থাকে
- গর্ভপত্র পরস্পরের সাথে বিযুক্ত থাকে
A,B
5507. ভ্রূণথলির কেন্দ্রস্থলে নিউক্লিয়াস দুটির মিলনে সৃষ্টি হয় –
- ডিম্বাণু
- গৌণ নিউক্লিয়াস
- নিউক্লিয়াস
- গর্ভযন্ত্র
5508. দুই মেরু থেকে একটি করে কেন্দ্রিকা ভ্রূণথলির কেন্দ্রে এসে –
- পরস্পরের সাথে মিলিত হয়
- ডিপ্লয়েড গৌণ কেন্দ্রিকা সৃষ্টি করে
- হ্যাপ্লয়েড গৌণ কেন্দ্রিকা সৃষ্টি করে
5509. স্ত্রীস্তবকের অন্য নাম কী?
- গর্ভপত্র
- গর্ভাশয়
- গর্ভমুন্ড
- গর্ভকেশর
5510. শাখার বৃদ্ধি পুষ্প উৎপাদনের ফলে থেমে গেলে তাকে কী বলে?
- নিয়ত পুষ্পমঞ্জরি
- অনিয়ত পুষ্পমঞ্জরি
- অসীম পুষ্পমঞ্জরি
- সসীম পুষ্পমঞ্জরি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-জীববিজ্ঞান কুইজ- 551"