এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 100
991. ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে-
- ব্যাংক হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
- উত্তোলন হিসাব ডে: ব্যাংক হিসাব ক্রে:
- নগদান হিসাব ডে: ব্যাংক হিসাব ক্রে:
- ব্যাংক হিসাব ডে: উত্তোলন হিসাব ক্রে:
992. লেনদেনের সংখ্যা, মোট অর্থের পরিমাণ এবং লেনদেন সংঘটিত হওয়ার কারণ জানা যায়-
- খতিয়ানের মাধ্যমে
- জাবেদার মাধ্যমে
- নগদান বইয়ের মাধ্যমে
- রেওয়ামিলের মাধ্যমে
993. বিভিন্ন সময়ে মোট কত টাকা লেনদেন হয়েছে তা কীসের মাধ্যমে জানা যায়-
- জাবেদা
- খতিয়ান
- রেওয়ামিল
- নগদান বই
994. কোন লেনদেনটি সবচেয়ে আগে লিপিবদ্ধ করা উচিত?
- সবচেয়ে বেশি টাকার লেনদেনটি
- সম্পত্তি বৃদ্ধি পাওয়ার লেনদেনটি
- তারিখ অনুযায়ী সর্বপ্রথম লেনদেনটি
- আয় হিসাবের লেনদেনটি
995. রাহিম শফিককে ৫০০ টাকা দিলে কোন হিসাবটি ক্রেডিট করতে হয়?
- শফিকের হিসাব
- রাহিমের হিসাব
- ক্রয় হিসাব
- নগদান হিসাব
996. ধারে বিক্রয়ের বেলায় কারো নাম না থাকলে ডেবিট হবে-
- পাওনাদার হিসাব
- দেনাদার হিসাব
- নগদান হিসাব
- বিক্রয় হিসাব
997. প্রাইজবন্ডের বিনিময়ে পণ্য ক্রয়-
- ক্রয় হিসাব ডে: বিনিয়োগ হিসাব ক্রে:
- বিনিয়োগ হিসাব ডে: ব্যাংক হিসাব ক্রে:
- ক্রয় হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
- কোনটিই নয়
998. নিচের কোনটি নগদ টাকায় পরিশোধ করা হয় না?
- প্রাপ্ত বাট্টা
- প্রাপ্ত কমিশন
- প্রদত্ত বাট্টা
- প্রদত্ত কমিশন
999. জাবেদার প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা সাহায্যে-
- সহজে খতিয়ান করা যায়
- ভবিষ্যতে তথ্য সরবরাহ করা যায়
- হিসাবের গাণিতিক শুদ্ধতা প্রমাণ করে
- উপরের সবগুলো
A,B
1000. ভুল সংশোধনের জন্য যে জাবেদা তৈরি করা হয় তাকে বলে-
- ক্রয় জাবেদা
- বিক্রয় জাবেদা
- সংশোধনী জাবেদা
- সমাপনী জাবেদা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
0 responses on ""জাবেদা" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 100"