এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 95
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট | 941. কোন দাখিলার মাধ্যমে আয়-ব্যয় হিসাব বন্ধ করা হয়-
- প্রারম্ভিক দাখিলা
- স্থানান্তর দাখিলা
- সমন্বয় দাখিলা
- সমাপনী দাখিলা
942. ধারে ক্রয়কৃত পণ্যের কিছু অংশ ফেরত পাঠানোর কারণ-
- নমুনা মাফিক না হওয়া
- নিম্নমানের হওয়া
- ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা
- কোনটিই নয়
A,B
943. বিক্রয় জাবেদা সংরক্ষণ হয় কেবল-
- বাকিতে মাল বিক্রয়সংক্রান্ত লেনদেন
- নগদে মাল বিক্রয়সংক্রান্ত লেনদেন
- নগদ বাকিতে মাল বিক্রয়সংক্রান্ত লেনদেন
- কোনটিই নয়
944. ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়-
- সকল পণ্য ক্রয়
- সকল নগদ পণ্য ক্রয়
- সকল বিক্রয়
- সকল বাকীতে পন্য ক্রয়
945. বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠান যেটি ক্রয় করেন তাকে কী বলে?
- সম্পত্তি
- মনিহারি
- পণ্য
- যন্ত্রপাতি
946. জাবেদা ও নগদান বইয়ের ছকে মিল পাওয়া যায়-
- ভাউচার নং
- চালান নং
- খতিয়ান পৃষ্ঠা
- উপরের সবগুলো
947. ক্রয় জাবেদার তৃতীয় ঘরে কোনটি থাকে?
- শর্ত
- খতিয়ান পৃষ্ঠা
- সূত্র
- চালান নং
948. আয়করন প্রদান করা হল-
- উত্তোলন হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
- উত্তোলন হিসাব ডে: ব্যাংক হিসাব ক্রে:
- আয়কর হিসাব ডে: নগদান হিসাব ক্রে:
- কোনটিই নয়
949. ক্রেডিট নোট বলতে বোঝায়-
- লেনদেনের ক্রেডিট হিসাব
- প্রাপ্ত বাট্টার হিসাব
- বিক্রয় ফেরত সংক্রান্ত চিঠি
- আয় সংক্রান্ত হিসাব
950. ব্যবসায়ে অধিকাংশ ক্রয় বিক্রয় সংঘটিত হয়-
- বাকিতে
- নগদে
- চেকে
- বিলে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট
0 responses on "এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 95"