জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তির ১ম মেধাতালিকার ফলাফল ও ভর্তির সময়সূচী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ সেশনের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা ১২/১১/২০১৫ তারিখ প্রকাশ করা হবে৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. মোবাশ্বেরা খানম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
ওইদিন বিকাল ৪টা থেকে এস.এম.এস এ এবং রাত ৯টা থেকে অনলাইনে ফলাফল পাওয়া যাবে৷ অনলাইনে ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি এখান থেকেও দেখা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় চলুন জেনে নেওয়া যাক ফলাফল জানার পদ্ধতিসমূহঃ

এস.এম.এস এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফলাফল জানার নিয়মঃ

বিকেল ৪টার পরে প্রথমে মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে ফলাফল করা করা হবে। এস.এম.এস এ ফলাফল দেখার নিয়ম নিচে দেওয়া হলোঃ

NU<space>ATHN<space>আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর

উদাহরণঃ NU<space>ATHN<space>12345
এরপর পাঠাতে হবে 16222 এই নম্বরে।
এখানে, NU= National University
ATHN= Admission Test Honours
Admission Roll No= অনলাইনে ভর্তির আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর বোঝানো হয়েছে।

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফলাফল জানার নিয়মঃ

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তির ফলাফল জানতে নিচের বক্সে আপনার ভর্তি পরীক্ষার আবেদন করার সময় প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর টাইপ করে লগিন কর…

ফলাফল দেখতে সমস্যা হলে এই লিঙ্কে ক্লিক কর
রোল ও পিন নম্বর ভুলে গেলে এই লিঙ্ক থেকে পুনরুদ্ধার করে নিন।

২০১৪-২০১৫ সেশনের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ১ম মেধা তালিকায় সুযোগপ্রাপ্তদের ভর্তির সময়সূচী 

3HpIYS2

প্রথম মেধা তালিকায় ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখসমূহঃ

  • মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশশন ফিসহ (ভর্তির নির্দেশিকার ১১ নং অনুুেচ্ছেদ অনুযায়ী) সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ১৪/১১/২০১৫ থেকে ২২/১১/২০১৫
  • সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ১৪/১১/২০১৫ থেকে ২৫/১১/২০১৫
  • সংশিষ্ট কলেজ কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি’র নির্ধাারিত অংশ (ভর্তির নির্দেশিকার ১১ নং অনুুেচ্ছেদ অনুযায়ী) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডি.ডি. করার পরিবর্তে “সোনালী সেবা” এর মাধ্যমে সংশিষ্ট খাতে যে কোন সোনালী ব্যাংকের শাখায় জমা  দেয়ার তারিখ সংশিষ্ট কলেজ Login এর মাধ্যমে Admission payment info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করবে৷ Pay Slip এ ২০১৪-২০১৫ সেশনের ১ম বর্ষ স্নাতক(সম্মান)  ভর্তির কার্যক্রমের ‘রেজিস্ট্রেশশন ফি’
    খাতের সঞ্চয়ী হিসাব নম্বর্বর ১০০০০০১৩৪ উল্লেখ পূর্বক মোট টাকার অংক লেখা থাকবে  এবং এর প্রিন্ট কপি নিয়ে যে কোন ‘সোনালী সেবা’ প্রদানকারী নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবেঃ ২৬/১১/২০১৫ থেকে ৩০/১১/২০১৫
  • ২০১৫-১৬ শিক্ষা বর্ষের ১ম বর্ষের ক্লাস শুরুর তারিখঃ ০১/১২/২০১৫

১ম মেধাতালিকায় সুযোগ পাননি?

ফলাফলঃ জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল কয়েকটি ধাপে প্রকাশ করে। যেমনঃ

  • ১ম মেধাতালিকা (১২ নভেম্বর)
  • ২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেসন
  • কোটা ও ও মাইগ্রেসন এবং
  • রিলিজ স্লিপ।

সুতরাং খুব শীঘ্রই ২য় মেধাতালিকা প্রকাশ হবে এবং তখন অনেকেই সুযোগ পাবেন। আর ২য় মেধাতালিকায় সুযোগ না পেলেও রিলিজ স্লিপের মাধ্যমে কোন না কোন কলেজে ভর্তি হতে পারবেন। গত সেশনে ১ম মেধাতালিকার ফলাফল ১৮ জানুয়ারি প্রকাশের পর ২য় মেধা তলিকার ফলাফল০৪/০২/২০১৫ তারিখ প্রকাশ করা হয়েছিলো। ২য় মেধা তালিকা প্রকাশ হলে ইশিখন.কম এর এই লিঙ্কে পাওয়া যাবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ সেশনে অনার্স ১ম বর্ষে ভর্তির ১ম মেধাতালিকার ফলাফল ও ভর্তির সময়সূচী

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below

Jannatul Ferdous
Jannatul Ferdous

Course Counsellor

I am online

I am offline

Md. Shamim Sweet
Md. Shamim Sweet

Course Counsellor

I am online

I am offline

Mehedi Hasan
Mehedi Hasan

Technical Support

I am online

I am offline

Rezaul Hasan Sarker
Rezaul Hasan Sarker

Course Counsellor

I am online

I am offline

Ariful Islam Aquib
Ariful Islam Aquib

Course Counsellor

I am online

I am offline