জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের জন্য কিছু পরামর্শ, মতামত ও টিপস

এমন কোন কলেজ চয়েস দিবেন না যেখান থেকে আপনার যাতায়ত দূরত্ব অনেক। প্রতিদিন আসা যাওয়া করা সম্ভব হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজের নামের থেকে বেশি গুরুত্ব পায় ঠিক আপনি কতটুকু পড়াশোনা করেছেন আর সার্টিফিকেটে অবশ্যই আপনার কলেজের নাম উল্লেখ থাকবেনা সেহেতু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।
❒ যাদের জিপিএ ৮.০০-১০.০০ এর ভেতরে তারা বিভাগীয় নামিদামি কলেজে আবেদন করতে পারেন।
যেমনঃ
::ঢাকা কলেজ (ঢাকা)
::তিতুমীর কলেজ (ঢাকা)
::ইডেন কলেজ (ঢাকা)
::রাজশাহী কলেজ (রাজশাহী)
::বি.এম কলেজ (বরিশাল)
::এম.সি কলেজ (সিলেট)
::কার্মাইকেল কলেজ (রংপুর)
::বি এল কলেজ (খুলনা) ইত্যাদি।
এই কলেজগুলোতে সবাই ই ভর্তি হতে চায়। আসনের তুলনায় আবেদন করবে অনেক। চাপ থাকবে বেশি। যাদের পয়েন্ট ৭.৫০ তারা এধরনের সরকারি কলেজে চান্স পাওয়ার আশা না করাটাই ভালো। আবেদন কর চান্স না হলে রিলিজ স্লিপ নিয়ে অর্ধসরকারী/ বেসরকারী কলেজে আবেদন করতে পারবেন। 
❒ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কোর্স ও বিষয়সমূহঃ
☞ Bachelor Of Arts Hon’s (বি,এ) অনার্সঃ
::বাংলা
::ইংরেজী
::ইতিহাস
::ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
::দর্শন
::ইসলামী শিক্ষা
::আরবী।
☞ Bachelor Of Social Hon’s (বি,এস,এস) অনার্সঃ
::রাষ্ট্রবিজ্ঞান
::সমাজবিজ্ঞান
::সমাজকর্ম
::অর্থনীতি 
::নৃ-বিজ্ঞান
::ভূগোল ও পরিবেশ।
☞ Bachelor Of Buisness Administration Hon’s (বি,বি,এ) অনার্সঃ
::ব্যাবস্থাপনা
::মার্কেটিং
::হিসাববিজ্ঞান
::ফিন্যান্স এন্ড ব্যাংকিং।
☞ Bachelor Of Science (বি,এস,সি) অনার্সঃ
::গনিত
::পদার্থবিজ্ঞান
::রসায়নবিজ্ঞান
::প্রানিবিজ্ঞান
::উদ্ভিদবিজ্ঞান
::পরিসংখ্যান
::ভূগোল ও পরিবেশ
::মৃত্তিকা বিজ্ঞান
::প্রান রসায়ন
::মনোবিজ্ঞান
::পরিবেশ বিজ্ঞান
::গার্হস্থ্য অর্থনীতি। 
❒ যাদের পয়েন্ট একটু কম ৭.০০- ৮.০০ এর মধ্যে তারা অন্যান্য সরকারি কলেজে আবেদন কর আপনি চাইলেই হয়তো নামিদামি কলেজে পড়তে পারবেন না। কারন আপনার হাতে কিছু নেই, তাই পরিস্থিতি মেনে নিয়ে একটু নরমাল কলেজে আবেদন কর যদি চান্স পেতে চান। যাদের পয়েন্ট ৮.৫০ এর ভেতরে তারাও রিস্কে আছেন। নামিদামি কলেজে নাও হতে পারে। চাইলে একটু সাধারন কলেজে আবেদন করতে পারেন।
❒ যারা ৬.০০-৭.০০ পয়েন্টের ভেতর তারা শুধুমাত্র একটা ভাগ্য পরীক্ষা করতে পারেন। সাধারন সরকারি কলেজে (নামিদামি নয়) আবেদন করতে পারেন।যে কোন একটা সাবজেক্টে হয়ে গেলে সেটা আপনার গুড লাক।
❒ জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট প্রকাশ করে মুলত ৪ধাপেঃ
ক) প্রথম মেরিট লিষ্ট
খ) দ্বিতীয় মেরিট লিষ্ট
গ) রিলিজ স্লিপ-১ম
ঘ) রিলিজ স্লিপ-২য় (আসন খালি থাকা সাপেক্ষে)।
এটা বলাই যায় সরকারি কলেজে আবেদন করলেন,চান্স পেলেন না,তার মানে এখানেই শেষ নয়।আপনার জন্য আরো সুযোগ আছে কোথাও ভর্তি হওয়ার। তবে সেটা বেসরকারী কলেজে। ১ম ও ২য় মেরিট লিষ্টে ভর্তির পর সকল নামিদামি সরকারি কলেজের আসন পূর্ণ হয়ে যায়। তাই রিলিজ স্লিপ দেওয়া হয় কম নামিদামি সরকারী/ আধা সরকারি/ বেসরকারি কলেজে আবেদনের জন্য। সেখানে আপনি ৩ থেকে ৫ টি কলেজে আবেদনের সুযোগ পাবেন।
❒ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি ও মাসিক বেতনঃ
☞ সরকারি কলেজঃ ভর্তি ফি ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত, তবে কলেজ ও বিষয়ভিত্তিক ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে। মাসিক আলাদা কোন বেতন দিতে হবেনা।
::ঢাকা কলেজ (ঢাকা)
::তিতুমীর কলেজ (ঢাকা)
::ইডেন কলেজ (ঢাকা)
::রাজশাহী কলেজ (রাজশাহী)
::বি.এম কলেজ (বরিশাল)
::এম.সি কলেজ (সিলেট)
::কার্মাইকেল কলেজ (রংপুর)
::বি এল কলেজ (খুলনা) ইত্যাদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সরকারি কলেজ
☞ আধা সরকারি কলেজঃ ভর্তি ফি ৮ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মত,তবে কলেজ ও বিষয়ভিত্তিক ভেদে আলাদা হতে পারে। মাসিক বেতন ১ হাজার টাকা থেকে ১৫ শত টাকা পর্যন্ত হতে পারে।
::তেজগাও কলেজ, ঢাকা।
::মিরপুর কলেজ,ঢাকা।
::বোরহানউদ্দিন পোস্টগ্রাজুয়েড কলেজ,ঢাকা।
::হাবিবুল্লাহ বাহার কলেজ,ঢাকা ইত্যাদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত আধা সরকারি কলেজ।
☞ বেসরকারী কলেজঃ ভর্তি ফি ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকার মত,তবে কলেজ ও বিষয়ভিত্তিক ভেদে আলাদা হতে পারে। মাসিক বেতন ১৫শত টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
:: ঢাকা কমার্স কলেজ,ঢাকা।
:: ঢাকা সিটি কলেজ,ঢাকা ইত্যাদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বেসরকারী কলেজ। 
তাই আপনি যদি একটু রিস্ক নিতে চান বা ভাগ্য পরীক্ষা করতে চান তাহলে পয়েন্ট যতই কম থাকুক না কেনো প্রথম আবেদন টা সরকারি কলেজেই করতে পারেন। হলে ভালো তবে না হলে রিলিজ স্লিপ। আর যদি একদমই রিস্ক নিতে না চান তাহলে প্রথম আবেদন টা সরাসরি বেসরকারি কলেজেই করতে পারেন । এর দ্বারা আপনি ১ম মেরিট লিস্টেই চান্স পাবেন এটা মোটামুটি আশা করা যায় এবং ভালো সাবজেক্ট ও পেতে পারেন,কারন সবাই ঝুকবে সরকারি কলেজের দিকে।যেগুলো সরকারি নয় সেগুলোতে চাপ কম থাকবে আর রিলিজ স্লিপ মানেই চান্স পেয়ে যাওয়া নয়, সেখানেও ডিপেন্ট করবে আপনার জিপিএ ও কলেজের আসন সংখ্যা।আসন যদি ১০০টা হয় আর আপনার থেকে যদি অন্য ১০০জনের জিপিএ বেশি থাকে সেক্ষেত্রে আপনি চান্স পাবেন না,অন্যরাই পাবে। এখানে আরো একটি বিষয় আছে শুধু ভর্তি হলেই হবে না,আপনাকে আপনার সামর্থের বিষয়টাও দেখতে হবে।একটা বেসরকারি কলেজে চান্স পেলেন, কিন্তু ভর্তি হতে পারলেন না সেটা দুঃখজনক। 

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below

Jannatul Ferdous
Jannatul Ferdous

Course Counsellor

I am online

I am offline

Md. Shamim Sweet
Md. Shamim Sweet

Course Counsellor

I am online

I am offline

Mehedi Hasan
Mehedi Hasan

Technical Support

I am online

I am offline

Rezaul Hasan Sarker
Rezaul Hasan Sarker

Course Counsellor

I am online

I am offline

Ariful Islam Aquib
Ariful Islam Aquib

Course Counsellor

I am online

I am offline