
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের স্লিপের মেধা তালিকা ৩০ মার্চ ২০১৭ তারিখ প্রকাশ হয়েছে। SMS ও অনলাইনে এই ফলাফল পাওয়া যাবে।
রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ০১/০৪/২০১৭ তারিখ থেকে ০৯/০৪/২০১৭ তারিখের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে পূরণকৃত ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজে জমা দিতে হবে।
চলুন জেনে নেওয়া যাক কিভাবে জানা যাবে এই ফলাফল…
SMS এর মাধ্যমে ফলাফল দেখবেন যেভাবেঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধা তালিকা প্রথমে বিকেল ৪ টার পর এসএসএস পদ্ধতিতে প্রকাশ করা হবে। SMS এর মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ
যেকোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ
NU<space>ATHP<space>Roll No
এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
অনলাইনে ফলাফল দেখবেন যেভাবেঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধা তালিকা রাত ৯ টার পর প্রকাশ করা হবে। উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি’র এই পোস্টের মধ্যে দেওয়া ফরমে আপনার ভর্তির প্রাথমিক আবেদনপত্রে প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করেও দেখতে পাবেন।
অনলাইনে রিলিজ স্লিপের ফলাফল দেখতে ও ভর্তি ফরম পূরণ করতে এখানে লগিন করঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রফেশনাল ১ম বর্ষ রিলিজ স্লিপে ভর্তির সময়সীমাঃ
- রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করে ফরমটি প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ০১/০৪/২০১৭ থেকে ০৯/০৪/২০১৭
- সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ০১/০৪/২০১৭ থেকে ১০/০৪/২০১৭
ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ
# ভর্তি ফরম ইন্টারনেট থেকে যথাযথভাবে পূরণ করে A4 সাইজের কাগজে ০৩ (তিন) সেট প্রিন্ট কপি (অবশ্যই আবেদন ফরম Colour Print হতে হবে)
# ভর্তি ফরমের সাথে ০২ (দুই) কপি স্ট্যাম্প সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
# ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২ কপি
# এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় পাশের সনদপত্র / প্রশংসাপত্র ২ কপি
# এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় মার্কশীটের ফটোকপি ২ কপি
# এস এস সি পরীক্ষার মূল মার্কশীট
ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। এটা কলেজ কর্তৃপক্ষথেকে জেনে নিতে হবে।
আরো আপডেট পেতে ইশিখনের সাথেই থাকুন।