জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমুহের র‌্যাংকিং জেনে নিন এখান থেকে

৩১ (একত্রিশ)টি সূচকের ভিত্তিতে  জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত ৬৮৫টি অনার্স ও মাস্টার্স কলেজে ২০১৫ সালের জন্য স্কোরের ভিত্তিতে কলেজসমুহের র‌্যাংকিং-এর উদ্যোগ গ্রহণ করে। ১৪-৫-২০১৬ তারিখ দুপুর ১২.৩০ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডিস্থ ঢাকা নগর  কার্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এক প্রেস ব্রিফিং-এর মাধ্যমে র‌্যাংকিং-এর ফল ঘোষণা করেন।

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৫টি, সেরা মহিলা কলেজ ১টি, সেরা সরকারি কলেজ ১টি, সেরা বেসরকারি কলেজ ১টি  (মোট ৮টি) এবং ৭টি আঞ্চলিক পর্যায়ের প্রত্যেকটিতে সর্বোচ্চ ১০টি করে (৭x১০=৭০) সর্বমোট ৮+৭০= ৭৮টি নির্বাচিত সেরা কলেজকে আগামী ২০শে মে শুক্রবার বিকেল ৪ টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব কলেজকে স্মারক সম্মাননা, সনদ ও পুরস্কার প্রদান করা হবে। ঐ অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এম.পি. এবং ইউজিসি’র মাননীয় চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

র‌্যাংকি-এ নির্বাচিত কলেজ সমূহকে অভিনন্দন জানিয়ে এরূপ আয়োজনের ব্যাপারে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, “এ ধরণের আয়োজন দেশে প্রথম। এর ফলে কলেজ সমূহ তাদের স্ব স্ব অবস্থান জানতে পারবে এবং এবং কীভাবে শিক্ষার সার্বিক অবস্থার আরোও উন্নতি করা যায় সে জন্যে প্রচেষ্টা  গ্রহণ করবে। কলেজ সমূহের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার  অবস্থা সৃষ্টি হবে, যেটি কলেজ পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আমাদের  বিশ্বাস। র‌্যাংকিং এ নির্বাচিত কলেজসমূহের তালিকা নিচে তুলে দেওয়া হলোঃ Press-14.05.2016

জাতীয় পর্যায়ে ৫ (পাঁচ)টি সেরা কলেজঃ  রাজশাহী কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা (বেসরকারি), সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল।

জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজঃ ইডেন মহিলা কলেজ
জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজঃ রাজশাহী কলেজ
জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজঃ ঢাকা কমার্স কলেজ (বেসরকারি)

ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ১০টি সেরা কলেজঃ ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা (বেসরকারি), আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ, সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল, লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা (বেসরকারি), সরকারি তিতুমীর কলেজ, ঢাকা, সরকারি বাঙলা কলেজ, ঢাকা, ঢাকা সিটি কলেজ(বেসরকারি), কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা

চট্টগ্রাম অঞ্চলের ১০টি সেরা কলেজঃ চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা, ফেনী সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম, সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম, পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম, লক্ষ্মীপুর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ, ওমরগণি এম ই এস কলেজ, চট্টগ্রাম (বেসরকারি)

রাজশাহী অঞ্চলের ১০টি সেরা কলেজঃ রাজশাহী কলেজ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, সিরাজগঞ্জ সরকারি কলেজ, ভবানীগঞ্জ কলেজ, রাজশাহী (বেসরকারি), সৈয়দ আহমদ কলেজ, বগুড়া (বেসরকারি), রাজশাহী সরকারি মহিলা কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সরকারি কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী

খুলনা অঞ্চলের ১০টি সেরা কলেজঃ সরকারি এম এম কলেজ, যশোর, কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, সাতক্ষীরা (বেসরকারি), সরকারি মহিলা কলেজ, যশোর, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, উপশহর মহিলা ডিগ্রি কলেজ, যশোর(বেসরকারি), সাতক্ষীরা সিটি কলেজ (বেসরকারি), কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, সরকারি পি সি কলেজ, বাগেরহাট, সরকারি শ্যামনগর মহসীন কলেজ, সাতক্ষীরা, নওয়াপাড়া কলেজ, যশোর (বেসরকারি)

বরিশাল অঞ্চলের ৯টি সেরা কলেজঃ সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল, সরকারি মহিলা কলেজ, বরিশাল, সরকারি বরিশাল কলেজ, ভোলা সরকারি কলেজ, বরগুনা সরকারি কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর, চরফ্যাশন সরকারি কলেজ, ভোলা, সরকারি ফজলুল হক কলেজ, বরিশাল

সিলেট অঞ্চলের ৮টি সেরা কলেজঃ এম সি কলেজ, সিলেট, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ, সরকারি মহিলা কলেজ, সিলেট, মৌলভীবাজার সরকারি কলেজ, মদনমোহন কলেজ, সিলেট (বেসরকারি), সুনামগঞ্জ সরকারি কলেজ, দক্ষিণ সুরমা কলেজ, সিলেট (বেসরকারি), সরকারি শ্রীমঙ্গল কলেজ, মৌলভীবাজার

রংপুর অঞ্চলের ১০টি সেরা কলেজঃ কারমাইকেল কলেজ, রংপুর, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর, আলিমুদ্দিন কলেজ, লালমনিরহাট (বেসরকারি), সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর, কুড়িগ্রাম সরকারি কলেজ, উত্তরবাংলা কলেজ, লালমনিরহাট (বেসরকারি), নীলফামারী সরকারি কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট, রংপুর সরকারি কলেজ

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below

Jannatul Ferdous
Jannatul Ferdous

Course Counsellor

I am online

I am offline

Md. Shamim Sweet
Md. Shamim Sweet

Course Counsellor

I am online

I am offline

Mehedi Hasan
Mehedi Hasan

Technical Support

I am online

I am offline

Rezaul Hasan Sarker
Rezaul Hasan Sarker

Course Counsellor

I am online

I am offline

Ariful Islam Aquib
Ariful Islam Aquib

Course Counsellor

I am online

I am offline

Syeda Nusrat
Syeda Nusrat

Course Counsellor

I am online

I am offline