বিসিএস এর উপর হাজার হাজার মডেল টেস্ট দিয়ে এবং বার বার প্রাকটিজ করে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে এখানে যান:
১) বাজেট ঘোষণা ৪ জুন ২০১৫; বাজেট কার্যকর ১ জুলাই ২০১৫ থেকে।
২) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত সরকারের এটি ২য় বাজেট।
৩) বাংলাদেশে ঘোষিত ৪৫তম বাজেট।
৪) আওয়ামীলীগ সরকারের ১৬তম বাজেট।
৫) অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিতের ৯ম বাজেট (২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর; ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪]
এক নজরে জাতীয় বাজেট ২০১৫-১৬
১) মোট বাজেট ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা।
২) জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ।
৩) মূল্যস্ফীতি ৬.২ শতাংশ।
৪) এডিপি ৯৭,০০০ কোটি টাকা।
২০১৫-১৬ বাজেটে করমুক্ত আয়সীমা
১) ব্যক্তিশ্রেণীঃ ২ লাখ ৫০ হাজার টাকা।
২) নারী ও ৬৫ বছরের অধিক বয়স্কঃ ৩ লাখ টাকা।
৩) প্রতিবন্ধী ব্যক্তিঃ ৩ লাখ ৭৫ হাজার টাকা।
৪) গেজেটভূক্ত মুক্তিযোদ্ধা করদাতাঃ ৪ লাখ ২৫ হাজার টাকা।
২০১৫-১৬ বাজেটে বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন বিভাগ/খাত
১) সর্বোচ্চ বরাদ্দ- অর্থ বিভাগ ৯১,৪৪৬ কোটি টাকা।
২) সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে ৫৬,৬৯৬ কোটি টাকা।
৩) কৃষিখাতে বরাদ্দ রাখা হয়েছে ১৯,৯৭৯ কোটি টাকা।
৪) শিক্ষা প্রযুক্তি খাতে বরাদ্দ ৩৪,৩৭০ কোটি টাকা।
৫) স্বাস্থ্য খাতে ১২,৬৯৫ কোটি টাকা।
৬) প্রতিরক্ষাখাতে বরাদ্দ ১৮,৩৮৩ কোটি টাকা।
৭) যোগাযোগ ও পরিবহন খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৮,৭০০ কোটি টাকা।
২০১৫-১৬ বাজেটে বিভিন্ন খাতের অবদান
১) কৃষি খাতের অবদানঃ ১৫.৯৬% (সাময়িক)
২) শিল্প খাতের অবদানঃ ৩০.৪২% (সাময়িক)
৩) সেবা খাতের অবদানঃ ৫৩.৬২% (সাময়িক)
৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
মেয়াদকাল- ১ জুলাই ২০১৫ থেকে জুন ২০২০; লক্ষ্যমাত্রা – ৬টি। যথা-
১) কারিগরি এবং প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলা।
২) বিদ্যুৎ, জ্বালানী ও যোগাযোগ খাতে অবকাঠামোখাতে সীমাবদ্ধতা দূর।
৩) কৃষিভিত্তিক শিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উন্নয়ন কৌশল নির্ধারণ।
৪) আইসিটি-স্বাস্থ্য-শিক্ষা¬ সংক্রান্ত সেবা রপ্তানিতে সুনির্দিষ্ট নীতিকৌশল প্রণয়ণ।
৫) সরকারী-বেসরকারী বিনিয়োগ গতিশীলতা আনয়ন।
৬) রপ্তানিতে গতিশীলতা ও পণ্যের বৈচিত্রায়ণ।
Some Targeted Rates in 7th Five Year Plan-Unemployment – 0%, GDP – 8%, Poverty rate – 16% , Export – 5500 Crore US Dollar
বিসিএস এর উপর হাজার হাজার মডেল টেস্ট দিয়ে এবং বার বার প্রাকটিজ করে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে এখানে যান:

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline