“জাতিসংঘের যে সকল সংস্থার
প্রথমে W ও শেষে O আছে,
ওই গুলোর সদর দপ্তর ‘জেনেভা’।
যেমন:::::—
* WTO => জেনেভা ।
* WHO => জেনেভা ।
* WMO => জেনেভা ।
* WIPO => জেনেভা ।
——–
আরো
* ILO=> জেনেভা।
* FAO=> রোম।
* IMCO=> লন্ডন।
* IMO=> লন্ডন।
* ICAO=> মন্ট্রিল।
* UNESCO=> প্যারিস।
* NATO=> ব্রাসেলস।
* UNIDO=> ভিয়েনা।
** অর্থ ও টাকা সংক্রান্ত সকল
সংস্থার সদর দপ্তর ‘ওয়াশিংটন ডিসি’।
** খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর
‘রোম’। (WFP, FAO)
বিসিএস এর উপর হাজার হাজার মডেল টেস্ট দিয়ে এবং বার বার প্রাকটিজ করে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে এখানে যান:“
0 responses on "জাতিসংঘের সংস্থাসমূহের সদর দপ্তর মনে রাখার সহজ টেকনিক"