জনসেবা-ও-আমলাতন্ত্র – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 958
9571. রাজনৈতিক প্রশাসকদের নীতি নির্ধারণ ও আইন প্রণয়নে উচ্চপদস্থ কর্মকর্তা-
B,C
9572. লালফিতার দৌরাত্মে কোন এটি বিদ্যমান?
- জনমুখীতা
- দালিলিক প্রমাণ
- পদোন্নতি
- দীর্ঘসূত্রিতা
9573. সরকারের পরিবর্তন ঘটলেও কারা দায়িত্ব ও কর্তৃত্বে থেকেই যান?
- আমলা প্রশাসক
- রাজনীতিবিদগণ
- মন্ত্রীগণ
- আইনসভার স্পিকার
9574. আলী আজম ১৯৮৫ সারে সরকারি চাকরি থেকে অবসর নেন। তিনি একজন উর্ধ্বতন আমলা ছিলেন । চাকরি জীবনে তিনি ছিলেন একজন সফল ব্যক্তি।আলী আজম যখন অবসর নেন তখন শাসন ক্ষমতায় কে ছিল?
- জিয়াউর রহমান
- বেগম খালেদা জিয়া
- শেখ হাসিনা
- জেনারেল এরশাদ
9575. উক্ত শাসকের সময় কোন ধরনের আমলাতন্ত্র বিরাজমান ছিল?
- আমলা শাসিত আমলাতন্ত্র
- একব্যক্তি শাসিত আমলাতন্ত্র
- একদলীয় আমলাতন্ত্র
- প্রতিনিধিত্বমূলক আমলতন্ত্র
9576. লালফিতা’ শব্দটি প্রথম কবে ব্যব্হৃত হয়?
- ষোড়শ শতকে
- সপ্তদশ শতকে
- অষ্টাদশ শতকে
- বিংশ শতকে
9577. আমলাদের কাজ কী?
- নীতিনির্ধারণ
- নীতি বাস্তবায়ন
- আইন প্রণয়ন
- রাষ্ট্র পরিচালনা
9578. সরকারি কর্মকর্তা কর্মচারিদের বলে?
- শাসক
- আমলা
- চাকরীজীবী
- প্রজা
9579. আমলাগণের নিয়োগদান সমালোচনার উর্ধ্বে। কারণ তারা নিয়োগ লাভ করেন—
- অর্থের ভিত্তিতে
- বংশের ভিত্তিতে
- মেধার
- আত্নীয়তার সূত্রে
9580. কারা সরকারি নীতি, আইন এবং বিচার বিভাগীয় সিদ্ধান্তসমূহকে কার্যকর করে থাকেন?
- বিচারপতিরা
- মন্ত্রীরা
- সংসদ সদস্যরা
- আমলারা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "জনসেবা-ও-আমলাতন্ত্র - এইচএসসি-পৌরনীতি-1-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 958"