জনসেবা-ও-আমলাতন্ত্র – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 953
জনসেবা ও আমলাতন্ত্র | 9526. সরকারি কর্মকর্তা কর্মচারিদের বলে?
- শাসক
- আমলা
- চাকরীজীবী
- প্রজা
9527. আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ হলো-
- আমলারা সরকারের অস্থায়ী কর্মকর্তা
- আমলারা মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন
- আমলাতন্ত্র একটি পদসোপানভিত্তিক সংগঠন
B,C
9528. জনগণের সাথে কাদের সম্পর্ক আনুষ্টানিক ও দাপ্তরিক?
- আমলাদের
- মন্ত্রীদের
- প্রধানমন্ত্রীর
- রাষ্ট্রপতির
9529. আমলাতন্ত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ কোনটি?
- সমস্যা নির্ণয়
- সমস্যা বিশ্লেষণ
- বিকল্প সমাধান
- সিদ্ধান্ত গ্রহণ
9530. যেখানে আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
- সিদ্ধান্ত গ্রহণে
- বিচারালয়ে
- গ্রেফতারে
- সুপারিশে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "জনসেবা ও আমলাতন্ত্র - এইচএসসি পৌরনীতি - 1 - 9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 953"