জনমত-ও-রাজনৈতিক-সংস্কৃতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 953
9521. উদ্দীপকে উল্লিখিত বক্তৃতার স্থানটি কারা জনমত গড়ে তুলতে আলোচনায় অংশগ্রহণ করে?
- সকল নির্বাচিত জনপ্রতিনিধিরা
- আইনসভার সদস্যরা
- সরকারের মন্ত্রিগণ
B,C
9522. প্রাকৃতিক দুযোর্গ বিশেষ করে সিডর, আইলা, মহাসেন, প্রভৃতি বাংলাদেশসহ পৃথিবীর অনেক রাষ্ট্রেই আঘাত হেনে চলেছে। সংবাদপত্রে এ নিয়ে প্রচুর লেখালেখি হয়। ফলে সরকার সজাগ হয়ে ওঠে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। সাম্প্রতিক সময়ে মহাসেন মোকাবেলায় বাংলাদেশ সরকারের ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।সংবাদ মাধ্যম প্রাকৃতিক দুর্যোগ নিয়ে লেখালেখির ফলাফল কী হয়-
- জনমত বিভ্রান্ত হয়ে
- জনমত গড়ে ওঠে
- সংবাদপত্রের বিক্রি বেড়ে যায়
A,C
9523. প্রাকৃতিক দুর্যোগ নিয়ে লেখালেখির ফলে সরকারের প্রতিক্রিয়া কী হয়?
- সংবাদপত্র সম্পাদকদের ওপর ক্ষিপ্ত হয়
- সংবাদপত্রের ভুমিকার সমালোচনা গ্রহন করে
- সময়োপযোগী ও সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে
B,C
9524. গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ‘ক’ রাষ্ট্রটিতে জনগণ সরকারের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সক্রিয় অংশগ্রহণেই এক সময়ের রাজনৈতিক সংকট কাটিয়ে উঠেছে দেশটি। তাই দেশটির প্রশাসনের জনগণের প্রভাব খুবই তাৎপর্যপূর্ণ।উদ্দীপকে যেটির স্বরূপ প্রকাশ পেয়েছে-
- জনমত
- রাজনৈতিক সংস্কৃতি
- জনগণের স্বেচ্ছাচারিতা
A,B
9525. দেশটির প্রশাসনে জনগণের প্রভাব খুবই তাৎপর্যপূর্ণ। উদ্দীপকের এ উক্তিটির দ্বারা নিচের কোনটি প্রকাশ পেয়েছে?
- রাজনৈতিক সংস্কৃতি
- জনমত
- স্বাধীনচেতা জনগণের স্বরূপ
- সরকারের দুর্বলতা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "জনমত-ও-রাজনৈতিক-সংস্কৃতি - এইচএসসি-পৌরনীতি-1-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 953"