জনমত-ও-রাজনৈতিক-সংস্কৃতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 950
9491. রুশো জনগণের মহতরেক বিধারতা মত বলেছেন কে?
- বেন্থাম
- মিল
- গেটেল
- রুশো
9492. জনমত হলো সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জনগণের অভিমতের সমষ্টি- উক্তিটি কার?
- কিম্বল ইয়ং
- লর্ড ব্রাইস
- জিস্নবার্গ
- লোয়েল
9493. কোনটি জনমত?
- প্রভাবশালীর ব্যক্তির মতামত
- অকল্যাণকামী মতামত
- কল্যাণকামী ও যুক্তিযুক্ত মতামত
- বহু ব্যক্তির মতামত
9494. জনমতের জন্য সংখ্যাগরিষ্ঠের মতই যথেষ্ট নয় এবং সব বিষয়ে ঐকমত্য অপরিহার্য নয়’-= উক্তিটি কার?
- সভা-সমিতি
- জনমত
- সংবাদপত্র
- আইন পরিষদ
9495. জনমত ‘জন’ ও নয়- ‘মত’ নয়- এ মতের প্রবর্তক কে?মিল
- ব্রাইস
- গিলক্রিস্ট
- বরার্ট পীল
- গেটেল
9496. বিশ্বে পরিণত উন্নত, অনুন্নত ও নিম্ব মানের সংস্কৃতি লক্ষ করা যায়। কথাটি কে বলেছেন?
- ম্যাকাইভার
- অ্যালমন্ড
- ফাইনার
- লুসিয়ান পাই
9497. পৌরনীতি ও সুশাসন ক্লাসে সরকারের বিভিন্ন বিভাগ সম্পর্কে পড়াতে গিয়ে স্যার বললেন, সরকারের বিভাগের মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিভাগটির মুখ্য দায়িত্ব আইনের ব্যাখ্যা এবং প্রয়োগ করা। অপরাধীর দন্ড বিধান করা ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।৪৫.অনুচ্ছেদে সরকারের কোন বিভাগের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
- বিচার বিভাগ
- আইন বিভাগ
- শাসন বিভাগ
- সামরিক শাসন
9498. রাজনৈতিক ব্যবস্থায় উক্ত বিভাগের গুরুত্বপূর্ণ কার্যাবলি হলো-
- বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিরোধ মীমাংসা করেন
- প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাকে সমর্থন ও সংরক্ষন করে
- আদালতের নীতি নির্ধারণ করে
A,B
9499. পরিবারে যাদের আদর্শ মানুষকে বেশি প্রভাবিত করে-
- বাবা-মার
- ভাই-বোনের
- প্রতিবেশীর
A,B
9500. প্রাচীন কোন আইনে জনমতের ধারণা প্রচলিত ছিল?
- রোমান
- মেসোপটেমিয়া
- মিশরীয়
- ভারতীয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "জনমত ও রাজনৈতিক সংস্কৃতি এইচএসসি পৌরনীতি কুইজ মডেল টেস্ট অনুশীলন"