জনমত-ও-রাজনৈতিক-সংস্কৃতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 948
9471. বৃহত্তম স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জনগণের অভিমতের সমষ্টি জনমত। কে বলেছেন?
- বেন্তাম
- কিম্বল ইয়ং
- লর্ড ইয়ং
- লর্ড ব্রাইস
9472. রাজনৈতিক সংস্কৃতিকে কেন্দ্র করে কী গড়ে ওঠে?
- অর্থনীতি
- রাজনৈতিক ব্যবস্থা
- গণতন্ত্র
- সমাজনীতি
9473. জনমতের গুরুত্ব লক্ষ করা যায়-
- সুশাসনে
- গণতন্ত্রে
- সমাজে
A,B,C
9474. গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণকেন্দ্র কোনটি?
- ব্যক্তি মতামত
- পরিবার
- জনমত
- সচিবালয়
9475. জনমতের গুরুত্ব নয় কোনটি?
- ব্যক্তি স্বাধীনতা রক্ষা
- গণতন্ত্রের বিকাশ
- প্রগতির সহায়ক
- গণরায় দমন
9476. সাধারণ অর্থে জনমত বলা হয় কাকে?
- সংখ্যালঘিষ্ঠের মতকে
- সংখ্যাগরিষ্ঠের মতকে
- সংখ্যালঘুদের মতকে
- রাজনৈতিক দলের মতকে
9477. গণতান্ত্রিক রাষ্ট্রে জনমতের প্রভাব কী হয়?
- সরকার গতিশীল হয়
- সরকার ভালো হয়
- সরকার বিদ্রোহী হয়
- সরকার স্থায়ী হয়
9478. একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে তাই জনমত-এটি কার উক্তি?
- ই এম সেইট
- ই এম হোয়াইট
- এল ডব্লিউ ডুব
- কিম্বল ইয়ং
9479. জনমত কী?
- বুদ্ধিজীবীদের মতামত
- কয়েকজন লোকের মতামত
- সংখ্যাগরিষ্ঠ জনগণের কল্যাণধর্মী মতামত
- জনগণের মতামত
9480. জনমতের অনুঘটক হচ্ছে-
- রাজনৈতিক কার্যকলাপ
- রাজনৈতিক সংস্কৃতি
- রাজনৈতিক মতামত
- রাজনৈতিক মনোভাব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "জনমত-ও-রাজনৈতিক-সংস্কৃতি - এইচএসসি-পৌরনীতি-1-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 948"