চল-তড়িৎ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ২য়পত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1410
14091. চলকুন্ডলী গ্যালভানোমিটারকে অ্যামিটারে রূপান্তরিত করার জন্য কি মানের রোধ কুন্ডলীর সাথে কিভাবে লাগাতে হবে?
- উচ্চ রোধ সিরিজে
- উচ্চ রোধ সমান্তরালে
- নিম্ন রোধ সিরিজে
- নিম্ন রোধ সমান্তরালে
14092. কোনো পরিবাহীর রোধ। 10Ω। এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে রোধ কত হবে?
- 5Ω
- 10Ω
- 20Ω
- 40Ω
14093. উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও: একটি কোষের তড়িচ্চালক শক্তি 2.2 V । যখন কোষটিকে 15 Ω রোধের একটি রোধকের সাথে সংযুক্ত করা হয় তখন প্রাপ্ত ভোল্ট 2 V হয়। হারানো বিভব কত?
- 0.2 V
- 0.3 V
- 0.4 V
- 0.5 V
14094. উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও: একটি কোষের তড়িচ্চালক শক্তি 2.2 V । যখন কোষটিকে 15 Ω রোধের একটি রোধকের সাথে সংযুক্ত করা হয় তখন প্রাপ্ত ভোল্ট 2 V হয়। বর্তনীর প্রবাহমাত্রা কত?
- 0.01 A
- 0.133 A
- 0.266 A
- 0.366 A
14095. উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও: একটি কোষের তড়িচ্চালক শক্তি 2.2 V । যখন কোষটিকে 15 Ω রোধের একটি রোধকের সাথে সংযুক্ত করা হয় তখন প্রাপ্ত ভোল্ট 2 V হয়। কোষের অভ্যন্তরীণ রোধ কত?
- 0.05 Ω
- 0.10 Ω
- 0.15 Ω
- 0.20 Ω
14096. কোন যন্ত্রে তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়ার ফল উৎপন্ন তাপ অসুবিধার কারণ হয়ে দাড়ায়?
- হিটার
- ডায়নামো
- বৈদ্যুতিক বাতি
- বৈদ্যুতিক ইস্ত্রি
14097. 4.2 l তাপমাত্রার নিচে পারদের রোধ শূন্য হয়ে যায় এটি সর্বপ্রথম প্রমাণ করেন-
- ওহম
- ফ্যারাডে
- কেমারিং ওন্স
- ডাল্টন
14098. জুলের ক্যালরিমিটির কান উপাদানের তৈরী কুন্ডলী রয়েছে?
- নাইক্রোম ও কনস্ট্যান্টান
- তামা ও কনস্ট্যান্টান
- তামা ও কনস্ট্যান্ট
- নাইক্রোম বা তামা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "চল-তড়িৎ - এইচএসসি-পদার্থবিজ্ঞান ২য়পত্র-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1410"