চতুর্ভুজ – জেএসসি-গণিত-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 690
6891. নিচের কোনটি সঠিক?
- সকল আয়তক্ষেত্রই সামান্তরিক
- আয়তক্ষেত্রের বিপরীত কোণ পরস্পর সমান
- বর্গ একটি আয়তক্ষেত্র
A,B,C
6892. একটি ঘনকের দৈর্ঘ্য 3 মিটার হলে সমগ্র পৃষ্ঠ তলের ক্ষেত্রফল কত?
- 27 বর্গমিটার
- 54 ঘন মিটার
- 54 বর্গমিটার
- 81 বর্গমিটার
6893. বর্গ এমন একটি সামান্তরিক যার-
- বাহুগুলো সমান
- বাহুগুলো সমান ও কোণগুলো সমকোণ
- কর্ণ দুইটি সমান
- কোণগুলো সমকোণ
6894. সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের আকৃতি কত রকম হতে পারে?
- এক রকম
- দুই রকম
- তিন রকম
- বিভিন্ন রকম
6895. যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান, সমান্তরাল এবং একটি কোণ সমকোণ তাকে কী বলে?
- আয়ত
- রম্বস
- বর্গ
- সামান্তরিক
6896. আয়তক্ষেত্রের পরিসীমা কী?
- বিপরিত বাহুর গুণফল
- সন্নিহিত বাহুর গুণফল
- ৪ x সন্নিহিত বাহুর গুণফল
- বাহুগুলোর যোগফল
6897. একটি ঘনকের সমগ্রপৃষ্ঠে কতটি বর্গক্ষেত্র থাকে?
- একটি
- দুইটি
- চারটি
- ছয়টি
6898. ABCD রম্বসের AC ও BD কর্ণদ্বয় O বিন্দুতে ছেদ করলে-
- ∠AOB = 900
- ∠OAB + ∠OBA = 900
- AC = 2AO
A,B,C
6899. সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর-
- অসমান্তরাল
- সমান্তরাল
- দ্বিগুণ
- তিনগুণ
6900. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গ সে.মি. হলে, এর একটি বাহুর দৈর্ঘ্য কত সে.মি.?
- 4
- 8
- 32
- 256
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "চতুর্ভুজ - জেএসসি-গণিত-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 690"