চতুর্ভুজ – জেএসসি-গণিত-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 686
জেএসসি-গণিত-মডেল টেস্ট অনুশীলন | 6851. যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে তাকে কী বলে?
- ঘনবস্তু
- চতুর্ভুজ
- বর্গ
- ঘুড়ি
6852. বর্গের পরিসীমা = কী?
- 4 x এক বাহু
- 4 x একটি কর্ণ
- 3 x এক বাহু
- 2 x একটি কর্ণ
6853. নিচের কোনটি সঠিক?
- আয়তক্ষেত্র এমন একটি সামান্তুরিক যার একটি কোণ সমকোণ
- সকল সামান্তরিক-ই আয়তক্ষেত্র
- আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান
A,C
6854. বৃত্তস্থ সামান্তরিক একটি-
- বর্গক্ষেত্র
- আয়তক্ষেত্র
- রম্বস
- ঘুড়ি
6855. চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে কী বলে?
- বাহু
- কর্ণ
- কোণ
- রেখাংশ
6856. ত্রিভুজের কয়টি বাহু দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যায়?
- একটি
- দুইটি
- তিনটি
- চারটি
6857. সমকোণ নয় এমন একটি কোণ এবং দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কোনটি আঁকা যাবে?
- বর্গ
- আয়ত
- ট্রাপিজিয়াম
- সামান্তরিক
6858. নিচের কোনটি সঠিক?
- আয়ত বা রম্বস বর্গ নয়
- বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে
- ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় সমান
A,B
6859. সামান্তরিকের ক্ষেত্রে কোনটি সঠিক?
- বিপরীত বাহু সমান ও সমান্তরাল
- বাহুগুলো সমান
- কোণ সমকোণ
- কর্ণদ্বয় সমান
6860. দুইটি কর্ণ কোনো রম্বসকে সমান কয়টি ত্রিভুজে বিভক্ত করে?
- ২টি
- ৪টি
- ৫টি
- ৬টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-গণিত-মডেল টেস্ট অনুশীলন - 686"