কোন বিশ্ববিদ্যালয়ের ফরম তুলতে কত পয়েন্ট লাগে?

২০১৯ – ২০২০ শিক্ষাবর্ষে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় বা চবিতে সকল ইউনিটে ভর্তির আবেদনের সময়, আবেদনের নিয়ম, শেষ সময়, আসন সংখ্যা, জিপিএসহ বিস্তারিত

আগামীকাল রোববার বেলা ১১টা থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন। আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া এবং ১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।

বিগত বছরের মতো এবারও ৪টি ইউনিট ও ২টি উপ–ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে এবং ৪৮টি বিভাগ ও ৫টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি ও কোটা ৭৩৭টি। আবেদন ফি ৪৭৫ টাকা।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় কোন ইউনিটে কোন অনুষদ:

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটে অনুষদ সংখ্যা:

এ ইউটিটের অধীনে রয়েছে চারটি (৪টি) অনুষদ।

যথা:

  1. বিজ্ঞান অনুষদ
  2. জীববিজ্ঞান অনুষদ
  3. ইঞ্জিনিয়ারিং অনুষদ
  4. মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ।

চার অনুষদে মোট সাধারণ আসন ১ হাজার ২১৪টি।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা ও জিপিএ পয়েন্ট:

মাধ্যমিক বা এসএসসি: ন্যূনতম ৩.৫০ (চতুর্থ বিষয়সহ)

উচ্চ মাধ্যমিক বা এইচএসসি নূন্যতম :৩.৫০ (চতুর্থ বিষয়সহ)

আবেদনের জন্য সবমোর্ট জিপিএ: ৭.৫০

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে (কলা ও মানববিদ্যা অনুষদ) বিভাগ ও আসন সংখ্যা:

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটে সব গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এই ইউনিটে বিভাগ রয়েছে মোট ১৪টি (অর্ন্তগত বিভাগ,আরবি বিভাগ,ইতিহাস বিভাগ,ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,ইসলামিক স্টাডিজ বিভাগ,ইংরেজি বিভাগ,বাংলা বিভাগ,বাংলাদেশ স্টাডিজ বিভাগ,দর্শন বিভাগ,নাট্যকলা বিভাগ,পালি বিভাগ,ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ,সঙ্গীত বিভাগ,সংস্কৃত বিভাগ)

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আসন সংখ্যা:

মোট সাধারণ আসন ১ হাজার ২২১টি। সংগীত, চারুকলা ও নাট্যকলা বিভাগে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীদের আলাদাভাবে বি-১ ইউনিটে আবেদন করতে হবে। এই উপ-ইউনিটে মোট সাধারণ আসন ১২৫টি।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা ও জিপিএ পয়েন্ট:

মাধ্যমিক বা এসএসসি: ন্যূনতম ৩.২৫ (চতুর্থ বিষয়সহ)

উচ্চ মাধ্যমিক বা এইচএসসি নূন্যতম :৩.২৫ (চতুর্থ বিষয়সহ)

আবেদনের জন্য সবমোর্ট জিপিএ: ৭.০০

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটে (বাণিজ্য অনুষদ) বিভাগ ও আসন সংখ্যা:

চবিতে সি ইউনিটে সর্বমোট বিভাগ রয়েছে ৬টি যথা:

  1. একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ
  2. ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
  3. ফাইন্যান্স বিভাগ
  4. মার্কেটিং বিভাগ
  5. ব্যাংকিং বিভাগ
  6. হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট বিভাগ

ব্যবসায় প্রশাসন অনুষদে মোট সাধারণ আসন ৪৪২টি।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা ও জিপিএ পয়েন্ট:

মাধ্যমিক বা এসএসসি: ন্যূনতম ৩.৫ (চতুর্থ বিষয়সহ)

উচ্চ মাধ্যমিক বা এইচএসসি নূন্যতম :৩.৫ (চতুর্থ বিষয়সহ)

আবেদনের জন্য সবমোর্ট জিপিএ: ৭.৫০

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে (সমাজ বিজ্ঞান অনুষদ) বিভাগ ও আসন সংখ্যা:

অন্যদিকে সব গ্রুপের শিক্ষার্থীরাই ‘ডি’ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন।এখানে সমাজবিজ্ঞান অনুষদের নয়টি বিভাগ, আইন অনুষদের অধীনে থাকা আইন বিভাগ, ব্যবসায় প্রশাসনের অনুষদের সব বিভাগ, জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ রয়েছে।

  1. যোগাযোগ ও সাংবাদিকতা
  2. অর্থনীতি বিভাগ
  3. রাজনীতি বিজ্ঞান বিভাগ
  4. সমাজতত্ত্ব বিভাগ
  5. লোক প্রশাসন বিভাগ
  6. নৃবিজ্ঞান বিভাগ
  7. আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

সমাজ বিজ্ঞান অনুষদে মোট সাধারণ আসন ১১৫৭টি।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা ও জিপিএ পয়েন্ট:

মাধ্যমিক বা এসএসসি: ন্যূনতম ৩.২৫ (চতুর্থ বিষয়সহ)

উচ্চ মাধ্যমিক বা এইচএসসি নূন্যতম :৩.২৫ (চতুর্থ বিষয়সহ)

আবেদনের জন্য সবমোর্ট জিপিএ: ৭.০০

শিক্ষা অনুষদভুক্ত ডি-১ উপ-ইউনিটে আগ্রহী শিক্ষার্থীদের আলাদাভাবে আবেদন করতে হবে।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় বা চবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি:

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভতি পরীক্ষা: ২৯ অক্টোবর

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভতি পরীক্ষা: ২৭ অক্টোবর

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভতি পরীক্ষা: ৩০ অক্টোবর

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট ভতি পরীক্ষা: ২৮ অক্টোবর

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ডি-১ ইউনিট ভতি পরীক্ষা: ৩১ অক্টোবর

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় বি-১ ইউনিট ভতি পরীক্ষা: ৩১ অক্টোবর

মন্তব্য করুন