বাংলাদেশের ১০টি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র এর নাম

বাংলাদেশের ১০টি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রের নামঃ

বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা একটি দেশ। পর্যটকদের জন্য বাংলাদেশের রাজধানী, ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সুন্দরবন ইত্যাদি ছাড়াও আরও অনেক মনোমুগ্ধকর জায়গা রয়েছে। আমি এখন বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় ১০টি পর্যটন কেন্দ্রের বর্ণনা দিব। প্রতি বছর ১০ লক্ষের বেশি পর্যটক এই ১০টি স্থান পরিদর্শন করে। যদিও বাংলাদেশের আরও অনেক স্থান আছে বেড়ানো ও ছবি তোলার জন্য। আমার বেশ কয়েকবার এসব জায়গায়গুলোতে যাওয়ার সুযোগ হয়েছে। যাদের সাথে গিয়েছিলাম তাদের অধিকাংশই ছিল বিদেশি পর্যটক। বিদেশি পর্যটকরা বাংলাদেশ ভ্রমণ বেশ উপভোগ করেছিল। এই কারণেই ১০টি বিশেষ আকর্ষণীয় জায়গাগুলো নিয়ে আরও বিশদভাবে আমি লিখতে যাচ্ছি। যেসব বিদেশি পর্যটক বাংলাদেশ ভ্রমণে আগ্রহী তাদের আমি বাংলাদেশের আকর্ষণীয় জায়গাগুলো সম্পর্কে আরও ধারণা দিতে চাই। কেউ ইচ্ছে করলে কোন বিষয়ে জানতে ইচ্ছুক হলে মন্তব্য কর অথবা মেইল করতে পারেন।

চট্রগামে ঘোরার জায়গাসমুহঃ

০১) কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজারঃ কক্সবাজার পাহাড় আচ্ছাদিত বিশ্বের সবেচেয়ে বড় সমুদ্র সৈকত। পর্যটন কেন্দ্র হিসেবে খুবই আকর্ষণীয় জায়গা হচ্ছে কক্সবাজার। অধিকাংশ পর্যটক কক্সবাজার ভ্রমণে আগ্রহী। কক্সবাজারে শতাধিক আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল রয়েছে। আপনি ইচ্ছে করলে গুগল অথবা উইকিপিডিয়াতে গিয়ে ১৫৫ কিলোমিটার দীর্ঘ বঙ্গোপসাগর সম্পর্কে আরও তথ্য পেতে পারেন। কক্সবাজারের আশেপাশের বেশ কিছু আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সম্পর্কে আপনাদের আরও কিছু তথ্য জানাচ্ছি।

০২) সেন্টমার্টিনঃ সেন্টমার্টিন হচ্ছে বিশ্বের অন্যতম কোরাল দ্বীপ। আপনি ইচ্ছে করলে সুপেয় ডাবের পানি পান করতে পারেন সেখানে। সেন্টমার্টিন নারকেলের জন্য বিখ্যাত। আপনি ইচ্ছে করলে ঢাকা থেকে সেন্টমার্টিনে যাওয়ার টিকিট এবং হোটেল অগ্রিম বুকিং দিতে পারেন।

০৩) রাঙ্গামাটিঃ রাঙ্গামাটি বাংলাদেশের একটি পার্বত্য জেলা। এখানকার বেশির ভাগ বাসিন্দা বৌদ্ধ ধর্মের অনুসারী। এই জেলাটি মূলত উঁচু পাহাড়, খাল এবং ঝুলন্ত জলাশয়ের জন্য বিখ্যাত।

০৪) খাগরাছড়িঃ খাগড়াছড়িও বাংলাদেশের আরেকটি পার্বত্য এলাকা। চায়ের বাগান, ঝর্ণা, কমলা বাগান, নদী ও পাহাড়ি আঁকাবাঁকা পথের জন্য এই জায়গায়টি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়।

০৫) বান্দরবানের নীলগিরি পাহাড়

বান্দরবানঃ বান্দরবান হচ্ছে চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে বড় পার্বত্য জেলা। অনেক পাহাড়ি নদী রয়েছে এই জেলায়।পাহাড়ের পাদদেশে গভীর জঙ্গলও দেখতে পাবেন এখানে।

০৬) জিয়া পার্ক কমপ্লেক্স, চট্টগ্রাম

চট্টগ্রামঃ চট্টগ্রাম বাংলাদেশের একটি বিভাগীয় শহর। ফয়েস লেক ও সমুদ্র বন্দরের জন্য এই বিভাগ বিখ্যাত। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এখানকার সমুদ্র বন্দরটি। পতেজ্ঞা সমুদ্র সৈকতটি চট্টগ্রামের পার্বত্য এলাকায় অবস্থিত।

০৭) প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি, সুন্দরবন

সুন্দরবনঃ সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল। এটি বাংলাদেশের দক্ষিণে বজ্ঞোপসাগরের পাশে অবস্থিত। সুন্দরবন রয়েল বেংগল বাঘের জন্য বিখ্যাত। এটি সবচেয়ে সুন্দর বনগুলোর মধ্যে একটা। আমাজান জঙ্গলের পরই এর স্থান।

ঢাকার আশেপাশে যে দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে যেতে পারেনঃ

০৮) আহসান মঞ্জিল,ঢাকা

ঢাকাঃ ঢাকা বিশ্বের জনবহুল শহরগুলো মধ্যে অন্যতম। ঢাকা অনেক সুন্দর শহর। অনেক বিদেশি পর্যটকই এখানে বেড়াতে পছন্দ করেন। ঢাকা বাংলাদেশের রাজধানী এবং দক্ষিণ এশিয়ার একটি বড় শহর।

০৯) পানামা নগরী,ঢাকা

পানামা শহরঃ পানামা বাংলাদেশের একটি প্রাচীন শহর। তবে এখন এখানে কেউ থাকে না। এখানে একটি জাদুঘর আছে। আপনি ইচ্ছে করে এখানেও বেড়াতে পারেন।

১০) সিলেটের চা বাগান

সিলেটঃ সিলেট বাংলাদেশের আরেকোটি বিভাগীয় শহর। সিলেটের অন্যতম একটি পর্যটন কেন্দ্র জাফলং।
আপনি সরাসরি রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান ভ্রমণ করতে পারবেন না। আপনি যদি এই তিন জেলায় ভ্রমণ করতে চান সেক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতিপত্র নেয়া লাগবে। এই অনুমতিপত্র আধা ঘন্টার মধ্যে কোন টাকা ছাড়াই নেয়া যাবে।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline