গ্রাফিক ডিজাইন কি?
গ্রাফিক শব্দটির অর্থ ড্রইং বা আকা। গ্রাফিক শব্দটি সেই চিত্রকে বুঝায় যে চিত্রগুলোর সফল পরিসমাপ্তি ড্রইং এর উপর নির্ভর করে। গ্রাফিক শব্দটি আলাদা ভাবে বোঝার পর বুঝতে হবে ডিজাইন শব্দটির অর্থ। ডিজাইন শব্দটির অর্থ পরিকল্পনা বা নকশা।কোন কিছু ছাপানোর জন্য যা আকা হয় তাই গ্রাফিক্স ডিজাইন।কিন্তু বর্তমানে শুধু ছাপানোর জন্যই আকা হয় না ইন্টারনেটে চিত্রকর্মকে ফুটিয়ে তোলার জন্যও আকা আকি করা হয়।
গ্রাফিক্স ডিজাইন করা অনেক জটিল কাজ, তাই সবাই এটা শিখতে পারে না। বেশ কিছু কঠিন বিষয় আগে মাথায় এবং আয়ত্তে আনতে হবে তারপর হয়তো কাজটি সহজ হয়ে যাবে। তাই শুরু থেকে সবগুলো অংশকে মনোযোগ সহকারে বুঝতে হবে।
1.গ্রাফিক শব্দটি জার্মান শব্দ গ্রাফিক হতে এসেছে। এর অর্থ চিত্র বা রেখা।
2.গ্রাফিক শব্দের অর্থ চিত্র এবং ডিজাইন অর্থ নকশা।
3.সহজ ভাষায়, চিত্র দ্বারা নকশা তৈরি করা বা করার প্রক্রিয়াকে বলে গ্রাফিক ডিজাইন। অন্য কথায়, ড্রইং ছবি বা 4.কোনো ইমেজ এবং অক্ষর শিল্পই হচ্ছে গ্রাফিক ডিজাইন।
আরো দেখুন:গ্রাফিক ডিজাইন করে কিভাবে আয় করবেন?
গ্রাফিক ডিজাইনারের কাজ-
গ্রাফিক ডিজাইন কি বা একজন গ্রাফিক ডিজাইনারের কাজ কি এটা অনেকেই জানেনা বা অনেকর মাঝেই সংশয় দেখা যায় বা অস্পষ্ট ধারণা পোষণ করে। কেউ মনে শুধু করেন ব্যাবসার প্রয়োজনে লোগো ডিজাইন করা, আবার কেউ ভাবে ফটশপ বা ইলাস্ট্রেটরে ইমেজ এডিট করার কাজটি’ই আসলে গ্রাফিক ডিজাইন। আবার অনেকে মনে করে ম্যাগাজিন, পত্রিকায় এড তৈরি বা অনলাইনে ব্যানার তৈরি করাটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। হ্যা, এগুলো সবই গ্রাফিক ডিজাইন কাজের অন্তর্ভুক্ত কিন্তু গ্রাফিক ডিজাইনের বিস্তৃতি আরও অনেক বেশি।প্রযুক্তির প্রয়োজনে গ্রাফিক্স ডিজাইন শুধুমাত্র ছাপার গন্ডি পেরিয়ে বহুদূর চলে এসেছে। গ্রাফিক্স ডিজাইন এর একান্তই অন্তর্ভুক্ত বিষয় গুলি হচ্ছে – ডিজিটাল সাইন, ক্যালেন্ডার, টাইপোগ্রাফি, ব্রোশিয়োর, ওয়েব সাইট ডিজাইন ইত্যাদি।
আরো দেখুন:পেশা হিসেবে গ্রাফিক ডিজাইন
কেন আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন?
বর্তমান পেক্ষাপট অনুযায়ী একজন গ্রাফিক ডিজাইনারের চাহিদা ব্যপক । তারপরেও অনেকে গ্রাফিক ডিজাইন শিখতে চায় না।
কারন গ্রাফিক্স ডিজাইন করা অনেক জটিল কাজ, তাই সবাই এটা শিখতে পারে না।গ্রাফিক ডিজাইনের উপর যাদের অনিহা রয়েছে তাদেরকে বলছি কেন গ্রাফিক ডিজাইন শিখবেন জেনে নিন।গ্রাফিক ডিজাইন বর্তমানে অনেক জনপ্রিয়।
জনসাধারনকে কোন পণ্য সম্পর্কে অবগত করতে চাইলে আপনি এটিকে ভিজুয়াল ভাবে উপস্থাপন বা একটি ধারণা তৈরি করার চেষ্টা করবেন আর সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইন গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আপনিগ্রাহকের চাহিদানুযায়ী আপনার পণ্যটিকে বেশ কিছু কালার, টাইপফেস, ইমেজ এবং অ্যানিমেশন ব্যবহারের মাধ্যমে তার চাহিদা পূরণ করতে সক্ষম হবেন। এটার আউটপুট ডিজিটাল বা প্রিন্ট উভয়ই হতে পারে। আর বর্তমান সময়ে সচরাচর পাওয়া বিভিন্ন টুলস ও লেআউট ব্যবহারের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনার তার কাজকে আরো বেশি ক্রিয়েটিভ ও গ্রাহকের চাহিদা পূরণ করে বাড়তি তৃপ্তি দিতে পারছেন
আরো দেখুন:গ্রাফিক ডিজাইন কি?
এত বকবক করার মূল কারন হল..শুধু এটুকই বলতে চাই গ্রাফিক্স ডিজাইন/ডিজাইন মূলত মানুষের প্রয়োজনেই তা মনের খোরাক মেটানোর জন্য হোক বা পেশা হোক বা ব্যবসায়িক কারন হোক মূলত মানুষের প্রয়োজনেই ডিজাইন।
বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাফিক ডিজাইন-
আরো দেখুন:গ্রাফিক্স ডিজাইন শিখার পরে আপনার কাজের ক্ষেত্র
কোথায় শিখবেন গ্রাফিক ডিজাইন
বর্তমানে সিপিএ মার্কেটিং শেখায় এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি সিপিএ কোর্সটি করতে পারেন। তবে সময়ের সাথে তাল মিলিয়ে সব ট্রেইনিং সেন্টার সঠিকভাবে টিকে থাকতে পারছে না। এক্ষেত্রে আপনি ইশিখন থেকে ঘরে বসে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে সিপিএ কোর্সটি করতে পারেন। কারণ- ইশিখনে রয়েছে দীর্ঘদিন বিভিন্ন মার্কেটপ্লেস অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ করছে এমন কিছু প্রফেশনাল ট্রেইনার। ইশিখন থেকে কোর্স করলে যারা হবে আপনার ট্রেইনার। এছাড়াও ইশিখন থেকে কোর্স করলে আপনি কোর্স সম্পর্কিত অন্যান্য সকল সুবিধাসমূহ পাবেন।
আরো দেখুন:গ্রাফিক্স ডিজাইন পূর্ণাঙ্গ গাইডলাইন
ইশিখনে গ্রাফিক ডিজাইন এর বিশেষ সুবিধা-
- লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমুহ পাবেন।
- লাইভ ক্লাসের সম্পূর্ণ ফ্রি ভিডিও কোর্স, ( শুধুমাত্র এই ভিডিও কোর্সই অনেক প্রতিষ্ঠান হাজার হাজার টাকায় বিক্রি করে।)
- প্রতিটি ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া। (প্রতিটি এসাইনমেন্ট এর জন্য ১০ মার্ক) প্রতিটি ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি প্রাকটিজ ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন।
- প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মুল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব প্রতিটি ক্লাসের শেষে ১০ নাম্বারের মডেল টেস্ট
- এই মডেল টেস্ট মার্ক এবং এসাইমেন্ট মার্ক ও নিয়মিত উপস্থিতির উপর ভিত্তি করেই পরবর্তীতে আপনার সার্টিফিকেট এর মান নির্ধারণ হবে।
- কোর্স শেষে সার্টিফিকেট
- লাইভ ক্লাস সমুহের ডিভিডি ।
0 responses on "গ্রাফিক ডিজাইন কি?"