গ্যাসীয়-বিনিময় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 698
6971. শ্বাসনালির অন্তঃগাত্র ঝিল্লিতে কী ধরনের কোষ থাকে?
- লোমযুক্ত কোষ
- লোমবিহীন কোষ
- হালকা লালচে কোষ
- বলয়াকার কোষ
6972. উক্ত অঙ্গটির ক্ষেত্রে বলা যায়-
- এ অঙ্গে আলজিহ্বা রয়েছে
- এটি মুখগহ্বরের পশ্চাতে অবস্থিত
- এটি সুর উৎপাদনের সাথে জড়িত
A,B
6973. নাসিকার ক্ষেত্রে বলা যায়-
- মুখমন্ডলের সম্মুখভাবে অবস্থিত
- ডান ও বাম চোয়ালের মধ্যে অবস্থিত
- নাসাপথ নাসা গলবিল পর্যন্ত বিস্তৃত
A,B
6974. পরিপাককৃত খাদ্যের সাথে অক্সিজেন বিক্রিয়া কী উৎপন্ন হয়?
- দেহকোষে
- জননকোষে
- স্নায়ুকোষে
- নাইট্রোজেন
6975. ক্যান্সার প্রতিরোধে দরকার-
- ধূমপান ও মদ্য পান না করা
- ধূমপান ও মদ পান করা
- নিয়মিত ব্যায়াম করা
A,C
6976. শ্বাসনালির প্রাচীরগাত্র গঠিত হয় কোনটি দিয়ে?
- কোষ
- পেশি
- কলা
- স্নায়ু
6977. অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড অন্যান্য গ্যাসের বিনিময়ে ব্যবহৃত হয় উদ্ভিদের-
- স্টোমাটা
- লেন্টিসেল
- ট্রাকিড কোষ
A,B
6978. শ্বাসপ্রক্রিয়া চলার সময় ফুসফুসের সাথে বক্ষগাত্রের ঘর্ষণ লাগে না ফুসফুসের কোন অঙ্গের জন্য?
- প্লুরা
- ব্রকিংওল
- কৈশিক জালিকা
- অ্যালভিওলাস
6979. যক্ষ্মা রোগের জীবাণুর নাম কী?
- Mycoplasma
- Salmonella typh1
- Corynebacterium diphtherae
- Mycobacteruim tuberculosis
6980. অ্যালভিওলাস কোথায় দেখা যায়?
- শ্বাসনালি
- ব্রংকাস
- ফুসফুস
- মধ্যচ্ছদা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "গ্যাসীয়-বিনিময় - এসএসসি-জীববিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 698"