বর্তমানে ওয়েবসাইট ভিজিট করার জন্য জনপ্রিয় দুটি সফ্টওয়্যার হল মজিলা ফায়ারফক্স (Mozila Firefox) এবং গুগল ক্রোম-(Google Chrome), দুটি সফ্টওয়্যারই সার্ভিস অনুযায়ী সবার কাছে জনপ্রিয়। কিন্তু অনলাইন থেকে ডাউনলোডের ক্ষেত্রে দেখা যায়, এদের অফলাইন ভার্সনগুলো খুব একটা সুলভ নয়। তাছাড়া বিভিন্ন সাইট থেকে ডাউনলোডের ক্ষেত্রে ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
তাই আজ আপনাদের সফ্টওয়্যার দুটির সরাসরি অফলাইন সোর্স থেকে ডাউনলোড লিংক দিচ্ছি।
ওয়েব সাইট ভিজিটের ক্ষেত্রে বিভিন্ন সাইটে নানারকম ট্রোজান, ম্যালওয়্যার জাতীয় ভাইরাস থাকে। এছাড়াও কিছু বিরক্তিকর এডঅন্স যেটি আপনার ব্রাউজারকে স্লো করে দেয় এবং আপনার ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড থাকলে সেটা তাদের সার্ভারে নিয়ে নেয়, তাই এইসকল সাইট থেকে সর্তক থাকুন। অপ্রয়োজনীয় এডঅন্স ADDONS গুলো বাদ দিয়ে দিন।
ক্রোম ডাউনলোড লিংক Chrome Download Link
মজিলা ফায়ারফক্স বাংলা ভার্সন ডাউনলোড লিংক – Mozila Firefox Bangla Version Download Link:
ফায়ারফক্স ইংরেজী ভার্সন ডাউনলোড লিংক – FireFox English Version Download Link
0 responses on "গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স অফলাইন ইন্সটল এবং কিছু টিপস"