📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

গুগল অ্যাডসেন্স এর সেরা ১০ কৌশলঃ আয়ত্ত করে নিন এখনি!

নিশ্চয় আমরা কেউই চাইনা আমাদের এত কষ্টের আরাধ্যের অ্যাডসেন্স একাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হোক তাই না? তো চলুন আজ জেনে নেই কি কি বিষয় আমাদের মেনে চলা উচিত অ্যাডসেন্স একাউন্ট নিষিদ্ধ হওয়া থেকে বাচাতে।
কৌশলঃ ১  জানা থাকা উচিত কি করা যাবে না: অ্যাডসেন্স থেকে নিষিদ্ধ হওয়ার জন্য যেসব কারণ দায়ী হতে পারে তা থেকে বেছে থাকুন।  কিওয়ার্ড স্টাফিং, এবং হেডিং ট্যাগ পূর্ণ কন্টেন্ট রাখা কোনো ক্রমেই ঠিক হবে না। এর জন্য গুগলে সার্চ থেকে আপনার সাইট সরে যেতে পারে এমনকি আপনার অ্যাডসেন্স একাউন্ট নিষিদ্ধ পর্যন্ত হতে পারে।
যখন আপনি অ্যাডসেন্স বিজ্ঞাপন আপনার সাইটে প্রকাশ করবেন তখন থেকে আপনার সাইটটি গুগলে সার্চ রেজাল্টে আগের চেয়ে অনেক বেশি দেখানোর প্রবণতা লক্ষ্য করবেন। তাই এতে করে আপনার সাইটে অ্যাডসেন্স এর রুল নষ্ট হচ্ছে কিনা তা আরো বেশি করে জানা থাকবে গুগলের।
কৌশলঃ ২ বিজ্ঞাপন আড়াল করা: তাদের বিজ্ঞাপন আর আপনার সাইটের পেজের ব্যাকগ্রাউন্ড যদি একই কালারের হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি পেজভিউ হওয়ার কারণে টাকা পাচ্ছেন তাই না? কিন্তু এটি লঙ্ঘন করে Google’s Terms of Service। আর এটি ধরা গুগলের জন্য খুবই সহজ একটি কাজ। তাই এমন কাজ করা থেকে বিরত থাকুন।
কৌশলঃ ৩ বিজ্ঞাপন আড়াল করা: তাদের বিজ্ঞাপন আর আপনার সাইটের পেজের ব্যাকগ্রাউন্ড যদি একই কালারের হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি পেজভিউ হওয়ার কারণে টাকা পাচ্ছেন তাই না? কিন্তু এটি লঙ্ঘন করে Google’s Terms of Service । আর এটি ধরা গুগলের জন্য খুবই সহজ একটি কাজ। তাই এমন কাজ করা থেকে বিরত থাকুন।
কন্টেন্ট থেকে অনেক দুরে আপনার বিজ্ঞাপন রাখতে যাবেন না। ক্লিক কিন্তু পেজভিউ থেকে বেশি টাকা পেতে সাহায্য করে। তাই দুরে দুরে না রেখে কন্টেন্টের কাছাকাছি রাখাই ভালো হবে।
কৌশলঃ ৪ ক্লিকস ভিক্কা করা: বিজ্ঞাপন ক্লিক প্রতিযোগিতা করবেননা কখনই। যদি তারা ধরতে পারে যে আপনি তাদের বিজ্ঞাপনে ক্লিক করার জন্য প্রচারণা চালাচ্ছেন তাহলে তারা নিষিদ্ধ করতে পারে আপনার একাউন্ট। “স্পনসর্ড লিঙ্কগুলি” ব্যবহার করায় সতর্ক হন। যে সব পেজে ক্লিকের জন্য উত্সাহিত করা হয় সেইসব পেজগুলো মানের দিকথেকে খুব একটা ভালো হয়না। আর তাছাড়া ঘন ঘন ক্লিক বিজ্ঞাপণদাতাকে কোনো ভাবেই লাভবান করে না।
নোট: তবে আপনি যদি আপনার সাইটে এমন কোনো প্রতিযোগিতা করেন যেটি তাদের আইন ভঙ্গ করবে না তা কিন্তু করতে পারেন খুব সাবলীল ভাবেই। যেমন ধরুন সবথেকে সুন্দর ফটো প্রতিযোগিতা বা সব থেকে ভালো কন্টেন্ট যেটি ইউজার কে সাহায্য করেছি, এমন প্রতিযোগিতা করাতে তাদের কোনো আপত্তি নেই।
কৌশলঃ ৫ কোড পরিবর্তন: আপনার ওয়েব পেজের জন্য যে জাভাস্ক্রিপ্ট কোড তৈরি করে অ্যাডসেন্স তা এইচটিএমএল এর মধ্যে সরাসরি কপি ও পেস্ট করতে পারেন। যদি বিজ্ঞাপনের কালার বা অন্য কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন পরে তাহলে আপনি অ্যাডসেন্স থেকে নতুন কোড জেনারেট করে নিবেন। কিন্তু কখনই তাদের জেনারেট করা কোডের ভেতর পরিবর্তন আনবেন না।
যদি আপনি Blogger এর জন্য অ্যাডসেন্স ব্যবহার করতে চান তাহলে গুগল ব্লগার থেকে আপনার জন্য কোড জেনারেট করবে।
কৌশলঃ ৬  রোবট ব্যবহার: আপনার সাইটের পেজভিউ বা বিজ্ঞাপনে ক্লিক বাড়ানোর জন্য কখনই কোনো প্রকারের স্বয়ংক্রিয় হাতিয়ার ব্যবহার করবেন না। এটি ক্লিক জালিয়াতির সর্বোচ্চ পর্যায়। আপনার এমন জালিয়াতি ধরতে গুগল অত্যন্ত বুদ্ধিসম্পন্ন। তাছাড়া নিজের ভালো তো পাগলেও বুঝে তাই না ! এটি এমন একটি পদ্ধতি যেটি দ্বারা খুবই সহজে আপনি নিষিদ্ধ হতে পারেন।
অনুরূপভাবে, কাউকে টাকা দিয়ে আপনার সাইটের বিজ্ঞাপনে ক্লিক করানোর পরিকল্পনা  করবেন না। আপনার অ্যাডসেন্স সাইটে কখনই বিজ্ঞাপন বানিজ্যের চিন্তা করাটা ঠিক হবে না, যদি না হারাতে চান আপনার অ্যাডসেন্স একাউন্ট। কারণ যদি বিজ্ঞাপনদাতা ক্লিক পাবার আশায় বিজ্ঞাপন দিত তাহলে তারা নিজেরাই ক্যাম্পেইন করে তা করতে পারত, গুগলকে দরকার হত না। আর গুগল তার ক্লিয়েন্টের স্বার্থ ঠিক রাখতে যেটি যা করার তাই করবে।
কৌশলঃ ৭ ক্লিক প্রতি আয়ের হিসাব জানানো: আপনি বিজ্ঞাপন প্রকাশ করে কত আর্ন করছেন তা কিভাবে আপনি প্রকাশ করছেন সি এটিতে গুগল খুবই খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে। তারা আপনাকে এটি প্রকাশের অনুমতি দিবে না কারণ এতে adwords বিজ্ঞাপনদাতার আর্ন বিপন্ন হবার সুযোগ থাকে। অন্যের কাছে এমন তথ্য পাচার করা থেকে বিরত থাকুন। এই সম্পর্কে সতর্ক থাকুন সবসময়।
কৌশলঃ ৮ বিজ্ঞাপন প্রদর্শন করতে বিশেষ পেজ তৈরী: আপনি যখন আপনার সাইট তৈরী করবেন তখন আপনার চিন্তা থাকা উচিত আপনার সাইটের কন্টেন্টের দিকে, বিজ্ঞাপনের দিকে নয়। কীওয়ার্ড পাবার জন্য নিম্ন মানের কন্টেন্ট লেখা বা বড় বড় কন্টেন্ট কপি পেস্ট করা থেকে বিরত থাকুন। আপনার সাইটের প্রতিটি পেজ কন্টেন্ট নির্ভর হওয়া অত্যন্ত কার্যকরী।
কৌশলঃ ৯ অলঙ্ঘনীয় বিষয় সম্পর্কিত কনটেন্ট: কন্টেন্ট কেমন হবে সে সম্পর্কে গুগলের যথাযথ মানদন্ড  আছে, গুগল কখনই সেসব পেজে তাদের বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেয় না। যেমন ধরুন যেসব সাইট প্রচার বা বিক্রয় করে: এলকোহল, নির্দিষ্ট অস্ত্র , আগ্নেয়াস্ত্র, তামাক, মাদকদ্রব্য ইত্যাদি। তাই আপনার কন্টেন্ট লেখার সময় বর্ণিত বিষয় গুলোর উপর করা নজর রাখবেন।
কৌশলঃ ১০ যেকোনো ধরনের প্রতারণা: আপনার সাইটের মাধ্যমে যেকোনো ধরনের প্রতারণা করা থেকে বিরত থাকুন সেটা যাকেই হোক আপনার সাইটের ভিজিটর বা গুগল। এমনটা কখনই করা উচিত নয়। আমি নিশ্চিত যে কিছু পদ্ধতি আছে যেটি গুগল ধরতে পারে নি… এখনো। এটা হয়ত থাকবে না সবসময়। কারণ গুগল অ্যাডসেন্স প্রতিনিয়তই ক্লিক জালিয়াতি ধরতে নতুন নতুন পদ্ধতি আনছে। তাই হিত আজকে আপনার জন্য যেটা কাজ করছে কাল হয়ত সেটাই আপনার একাউন্ট নিষিদ্ধের কারণ হয়ে যেতে পারে কে জানে !
   
   

0 responses on "গুগল অ্যাডসেন্স এর সেরা ১০ কৌশলঃ আয়ত্ত করে নিন এখনি!"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved