গাণিতিক যুক্তি

 

গাণিতিক-যুক্তি – গণিত – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 65

641. গাণিতিক যুক্তি | যদি x+5y=16 এবং x=3y হয়, তাহলে y= কত?

  1. -24
  2. -2
  3. 8
  4. 2

642. তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৫, ৬ ও ৭ ঘন্টায় করত পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে?

  1. 43069
  2. 42998
  3. 42799
  4. 43054

643. একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কত জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?

  1. ৬০ জন
  2. ৮০ জন
  3. ১০০ জন
  4. ১২০ জন

644. ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে।একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?

  1. লাভ-লোকসান কিছুই হয়নি
  2. ৯০০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৬০০ টাকা

645. ৫৬ ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে?

  1. ২৮ ফুট
  2. ৩৬.৮ ফুট
  3. ৪৯.৬ ফুট
  4. ৪৪ ফুট

646. সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘন্টা লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করত কত সময় লাগবে?

  1. ৮/১৫ ঘন্টা
  2. ৩/৪ ঘন্টা
  3. ৫/৪ ঘন্টা
  4. ২/৩ ঘন্টা

647. ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘন্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় ৪ মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওয়ানার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছ। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?

  1. 24
  2. 23
  3. 22
  4. 11

648. (১২৫/২৭)-২/৩ -এর সহজ প্রকাশ-

  1. 42760
  2. 42875
  3. 43003
  4. 42814

649. লব্ধিবল কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?

  1. 71
  2. 41
  3. 31
  4. 39

650. একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যের ৩ গুণ। টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কত গুণ বড় হবে?

  1. ৩ গুণ
  2. ৪ গুণ
  3. ৫ গুণ
  4. ৮ গুণ

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline