
গাণিতিক-যুক্তি – গণিত – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 73
721. একটি মাকড়সা ভিন্ন ভিন্ন গতিতে যথাক্রমে হাঁটে ও দৌড়ায়। মাকড়সাটি ১০ সেকেন্ড হেঁটে এবং ৯ সেকেন্ড দৌড়ে ৮৫ মিটার দূরত্ব অতিক্রম করে। আবার ৩০ সেকেন্ড হেঁটে এবং ২ সেকেন্ড দৌড়ে ১৩০ মিটার দূরত্ব অতিক্রম করে। মাকড়সাটির হাঁটার ও দৌড়ের গতি বেগ কত?
- হাঁটা ২ মি/সে, দৌড় ২৫ মি/সে
- হাঁটা ৩ মি/সে, দৌড় ৬ মি/সে
- হাঁটা ৩ মি/সে, দৌড় ২০ মি/সে
- হাঁটা ৪ মি/সে, দৌড় ৫ মি/সে
722. একটি দুর্গে ৫০০ জন লোকের ২০ দিনের খাদ্য মজুদ আছে। ৫ দিন পরে ১০০ জন লোক চলে গেলে বাকি খাদ্যে আর কত দিন চলবে?
- ৩৩/২ দিন
- ৩৫/২ দিন
- ৭৫/৪ দিন
- ৩৯/২ দিন
723. কিছু টাকা সাইফ, ডা. নাজমা এবং শাকিল নিজেদের মধ্যে ২ : ৩ : ৭ অনুপাতে ভাগ করে নিল। সাইফ ও ডা. নাজমা একত্রে শাকিলের চেয়ে ১৫০০ টাকা কম পেল। সাইফ কত টাকা পেল?
- Tk 2000
- Tk 1500
- Tk 1200
- Tk 2500
724. একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে ২ : ৩ : ৪ কোণগুলো কত?
- ৮০° ,১২০°, ১৬০°
- ৪০°, ৬০°, ৮০°
- ৩০°, ৪৫°, ১৫°
- ৫০°, ৩০°, ৯০°
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।