
গাণিতিক-যুক্তি – গণিত – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 64
631. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ।৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
- ৫৬ এবং ১৪ বছর
- ৩২ এবং ৭ বছর
- ৩৬ এবং ৯ বছর
- ৪০ এবং ১০ বছর
632. ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি।ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় ছেঢ়ে গিয়ে বিকেল ৩টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত ছিল?
- ২৪.৫ কিমি
- ৩৭.৫ কিমি
- ৪২.০ কিমি
- ৪৫.০ কিমি
633. x ও y-এর মানের গড় ৯ এবং z=১২ হলে, x,y এবং z-এর মানের গড় কত হবে?
- 6
- 9
- 10
- 12
634. দুটি সংখ্যার অনুপাত ৫:৮।উভয়ের সাথে ২ যোগ কররে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কি কি?
- ৭ ও ১১
- ১২ ও ১৮
- ১০ ও ২৪
- ১০ ও ১৬
635. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
- 16
- 18
- 20
- 24
636. ১২ ও ৯৬ এর মধ্যে (এ দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
- 21
- 23
- 24
- 22
637. পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?
- 585
- 580
- 575
- 570
638. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
- ৩৩/৫০
- 42958
- 42799
- ১৩/২৭
639. ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
- 5
- 8
- 6
- 10
640. ‘ক’ ও ‘খ’ দুটি সংখ্যা। ‘ক’ এর ১/২ এবং ‘খ’ এর ১/৩ যোগ করলে ৪৫ হয়। ‘খ’ এর ১/২ এবং ক এর ২/৫ যোগ করলে ৫০ হয়। ‘ক’ ও ‘খ’ এর মান কত?
- ক=৫০, খ=৬০
- ক=৬০, খ=৫০
- ক=৪০, খ=৪৮
- ক=৬০, খ=৪৮
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।