গাণিতিক-যুক্তি – গণিত – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 61
601. কোন ভগ্নাংশটি লঘিষ্ট আকারে প্রকাশিত?
- ৭৭/২৪৩
- ১০২/২৮৯
- ১১৩/৩৫৫
- ৩৪৩/১০০১
602. এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে, তার নিকট ১০০০ টাকা রযেছে তার মোট সম্পত্তির মূল্য কত?
- ২০০০ টাকা
- ২৩০০ টাকা
- ২৫০০ টাকা
- ৩০০০ টাকা
603. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
- ৭০ মিটার
- ৭৫ মিটার
- ৮০ মিটার
- ৯০ মিটার
604. একটি ত্রিভূজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৫, ৬, ৭ মিটার। নিকটতম বর্গমিটারের ত্রিভূজটির ক্ষেত্রফল কত?
- ১৬ বর্গ মিটার
- ১৫ বর্গ মিটার
- ১৭ বর্গ মিটার
- ১৪ বর্গ মিটার
605. ৯, ৩৬, ৮১, ১৪৪——–এর পরবর্তী সংখ্যাটি কত?
- 169
- 225
- 256
- 272
606. x+y=7 এবং xy=10 হলে (x-y)2 এর মান কত?
- 3
- 6
- 9
- 12
607. চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
- 0.2
- 0.16
- 0.18
- 0.15
608. কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজী এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয় ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
- ৪০০ জন
- ৫০০ জন
- ৫৬০ জন
- ৭৬০ জন
609. M সংখ্যক সংখ্যার গড় A সংখ্যক সংখ্যার B. সবগুলো সংখ্যার গড় কত?
- A+B/2
- AM+BN/2
- AM+BN/M+N
- AM+BN/A+B
610. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভুমি ১৬ একক এবং অন্য প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
- 24
- 36
- 48
- 50
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "গাণিতিক-যুক্তি - গণিত - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 61"