
গাণিতিক-যুক্তি – গণিত – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 49
481. (x – y,m 3) = (0, x + 2y) হলে (x, y) = কত?
- (1, 1)
- (1, 3)
- (-1, -1)
- (-3, 1)
482. x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?
- x2-y2/xy
- 2×2-y2/xy
- y2-x2/xy
- x2-2y2/xy
483. একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত?
- ৬০ বর্গমিটার
- ৯৬ বর্গমিটার
- ৭২ বর্গমিটার
- ৬৪ বর্গমিটার
484. একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ৯ সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কর্ণক্ষেত্রের পরিসীমা কত?
- ২৪ সে.মি.
- ১৮ সে.মি.
- ৩৬ সে.মি.
- ১২ সে.মি.
485. এক ব্যবসায়ী একটি পণ্যের মূ্ল্য ২৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়-
- ৪৫% কমানো হয়েছে
- ৬.২৫ঃ কমানো হয়েছে
- ৫% বাড়ানো হয়েছে
- ৬.২৫% বাড়ানো হয়েছে
486. ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
- 0.45
- 0.485
- 0.5275
- 0.5625
487. যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
- 7
- 9
- 12
- 16
488. শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা করে কমে গেল। বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছেল?
- 40
- 48
- 50
- 60
489. পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
- ৩৮ বছর
- ৪১ বছর
- ৪৫ বছর
- ৪৮ বছর
490. যদি (x-y)2=14 এবং xy=2 হয়, তবে x2+y2=কত?
- 12
- 14
- 16
- 18
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।