
গাণিতিক-যুক্তি – গণিত – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 47
461. একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে?
- ২২৫ বর্গমিটার
- ১৪৪ বর্গমিটার
- ১৬০ বর্গমিটার
- ১৯৬ বর্গমিটার
462. x+y=2, x2+y2=4 হলে x3+y3= কত?
- 8
- 9
- 16
- 25
463. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত?
- 3
- 4
- 5
- 6
464. 5n+2 + 35 x 5n-1/4 x 5n এর মান কত?
- 4
- 5
- 7
- 8
465. বিষমবাহু ∆ABC – এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ∆ABD – এর ক্ষেত্রফল x বর্গমিটার। ∆ABC এর ক্ষেত্রফল কত?
- x2 বর্গমিটার
- 2x বর্গমিটার
- (x/2) বর্গমিটার
- (√x/3)3 বর্গমিটার
466. ০.০৩, ০.১২, ০.৪৮ – শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
- 0.96
- 1.48
- 1.92
- 1.5
467. ঘড়িতে এখন ৮ টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো –
- 1500
- 600
- 900
- 1200
468. একটি পঞ্চভুজের সমষ্টি –
- ৪ সমকোণ
- ৬ সমকোণ
- ৮ সমকোণ
- ১০ সমকোণ
469. একটি শ্রেণিতে যতজন শিক্ষার্থী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২৫ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট ৭৫ টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
- 70
- 85
- 75
- 100
470. একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৬৮ বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা – এর দৈর্ঘ্য কত?
- ৬৬ সেন্টিমিটার
- ৪২ সেন্টিমিটার
- ২১ সেন্টিমিটার
- ২২ সেন্টিমিটার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।