খাদ্য-ও-পুষ্টি – জেএসসি-বিজ্ঞান-13 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 739
7381. কোনটি উৎপাদক?
- মানুষ
- ছত্রাক
- সবুজ উদ্ভিদ
- ব্যাকটেরিয়া
7382. কোন খাদ্য উপাদানটি দেহের বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় অংশ নেয়?
- আমিষ
- ভিটামিন
- খনিজ লবণ
- পানি
7383. কোনটি দেহে তাপের সমতা রক্ষা করে?
- খনিজ লবণ
- ভিটামিন
- স্নেহ
- পানি
7384. মিশ্র খাদ্যে কী পরিমাণ পুষ্টি উপাদান থাকে?
- চারের অধিক
- তিনের অধিক
- দুইয়ের অধিক
- একের অধিক
7385. স্নেহ পদার্থ পরিপাক হয়ে পরিণত হয়-
- ফ্যাটি এসিডে
- গ্লিসারলে
- গ্লাইকোজেনে
A,B
7386. মেরাসমাস রোগের লক্ষণ হলো-
- তাপ উৎপাদন
- শক্তি উৎপাদন
- দেহ গঠন
A,B
7387. প্রাণীর বেঁচে থাকার প্রয়োজন খাদ্যের। এ খাদ্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়।
- শ্বসন
- রেচন
- পুষ্টি
- বিপাক
7388. উপরের প্রক্রিয়াটির মাধ্যমে-
- ক্ষয়প্রাপ্ত কোষের পুন:গঠন হয়
- দেহের নতুন কোষ তৈরি হয়
- বংশবৃদ্ধি হয়
A,B
7389. খাদ্য মূলত কিসের সমন্বয়ে গঠিত?
- মৌলের
- বিভিন্ন যৌগের
- খনিজ পদার্থের
- পানির
7390. প্রচুর পরিমাণ ভিটামিন-এ পাওয়া যায়-
- মাছের তেল থেকে
- প্রানীজ স্নেহে
- পেয়ারাতে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "খাদ্য-ও-পুষ্টি - জেএসসি-বিজ্ঞান-13 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 739"