এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 112
1111. কারবারের মূল খতিয়ান বই কোনটি?
- ব্যক্তিবাচক খতিয়ান
- দেনাদার খতিয়ান
- পাওনাদার খতিয়ান
- সাধারণ খতিয়ান
1112. খতিয়ান হিসাবের কোন ব্যালেন্স হয়?
- ডেবিট
- ক্রেডিট
- ডেবিট অথবা ক্রেডিট
- ডেবিট ও ক্রেডিট
1113. বস্তু বা সম্পত্তি জাতীয় হিসাব সর্বদা নির্দেশ করে-
- ক্রেডিট জের
- ডেবিট জের
- ডেবিট বা ক্রেডিট জের
- কোনটিই নয়
1114. প্রারম্ভিক জেরের সাথে লেখা হয় কোনটি?
- বি/ডি বা বি/এফ
- সি/ডি বা সি/এফ
- বি/ও বা সি/এফ
- সি/ডি বা সি/ও
1115. খতিয়ানকে বলা হয় সকল বইয়ের-
- রাণী
- রাজা
- ক ও খ
- কোনটিই নয়
1116. নির্দিষ্ট সময়ান্তে খতিয়ানের মাধ্যমে কী জানা যায়?
- লেনদেনের অবস্থা
- প্রতিটি হিসাবের অবস্থা
- লেনদেনের প্রকৃতি
- প্রতিটি হিসাবের বিবরণ
1117. সাধারণ খতিয়ানের আওতাভুক্ত হলো-
- মূলধন হিসাব
- বিক্রয় হিসাব
- দেনাদার হিসাব
- কোনটিই নয়
A,B,C
1118. T ছক অনুযায়ী হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল কীরূপ হবে?
- সমান
- অসমান
- সর্বদাই ডেবিট দিকে বেশি
- সর্বদাই ক্রেডিট দিকে বেশি
1119. সি/ডি বলতে বোঝায়-
- সম্মুখে নীত
- উপর থেকে আনীত
- নীচে নীত
- পেছন থেকে আনীত
1120. ব্যবসায়ের সামগ্রিক অবস্থার উপর সার্বক্ষণিক নজর রাখা সম্ভব-
- জাবেদার মাধ্যমে
- নগদান বইয়ের মাধ্যমে
- আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে
- খতিয়ানের মাধ্যমে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট
0 responses on ""খতিয়ান" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন"