এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 111
1101. হিসাবের পাকা বই কোনটি?
- জাবেদা বই
- বিক্রয় বই
- নগদান বই
- উপরের কোনটিই নয়
1102. কোনটির মাধ্যমে দেনাদার ও পাওনাদার হিসাবদ্বয়কে মূল হিসাব নামে অভিহিত করা হয়?
- সাধারণ জাবেদা
- সাধরণ খতিয়ান
- সহকারি খতিয়ান
- সহকারি জাবেদা
1103. খতিয়ান হিসাবের-
- সর্বশেষ আশ্রয়স্থল
- চূড়ান্ত বই
- সকল বইয়ের রাজা
- কোনটিই নয়
A,B,C
1104. খতিয়ানের আধুনিক বা চলমান জের ছকে মোট ঘরের সংখ্যা কয়টি?
- 5
- 6
- 7
- 8
1105. ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে-
- প্রাপ্ত কমিশন
- বিনিয়োগের সুদ
- বিক্রয় হিসাব
- উপরের সবগুলো
A,B,C
1106. খতিয়ানের হিসাবের-
- প্রাথমিক বই
- পাকা বই
- স্থায়ী বই
- কোনটিই নয়
B,C
1107. খতিয়ান প্রস্তুতকরণের দ্বিতীয় ধাপ কোনটি?
- পোস্টিং
- উদ্বৃত্ত নির্ণয়
- লিপিবদ্ধকরণ
- শুদ্ধিকরণ
1108. খতিয়ানের বৈশিষ্ট্য হলো-
- পৃথক শিরোনাম
- শ্রেণিবদ্ধকরণ
- উদ্বৃত্তকরণ
- উপরের সবগুলো
A,B,C
1109. সি/এফ-এর পূর্ণ শব্দ হল-
- ক্রেডিট ডাউন
- ক্রেডিট ফরওয়ার্ড
- ক্রেডিট ফুল
- ক্রেডিট ফর
1110. জনাব আকরাম ২০,০০০ টাকা মূলধন বাবদ আনল। এক্ষেত্রে তার প্রতিষ্ঠানে বৃদ্ধি পাবে-
- নগদ
- মালিকানা স্বত্ব
- দায়
- কোনটিই নয়
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট
0 responses on ""খতিয়ান" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 111"