এইচএসসি বাংলা ২য়পত্র ব্যাকরণ : ক্রিয়ার কাল

ক্রিয়ার কাল

ক্রিয়ার কাল

ক্রিয়ার কাল রূপ নির্ভর, অর্থ নির্ভর নয়

প্রকারভেদ

বিভিন্ন কালের সংক্ষিপ্ত বিবরণ (ছক আকারে)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন

ক্রিয়ার কাল : ক্রিয়া সম্পাদনের সময়কেই ক্রিয়ার কাল বা কাল বলে।

যেমন- আমি ইডিবিডিপিডির সাইটে পড়ি।- এখানে ‘পড়া’র কাজটি এখন সম্পন্ন হচ্ছে।

আবার, আমি ইডিবিডিপিডির সাইটে পড়বো।- এখানে ‘পড়া’র কাজটি পরে সম্পন্ন হবে।

আবার, আমি ইডিবিডিপিডির সাইটে পড়েছি।- এখানে ‘পড়া’র কাজটি পূর্বেই সম্পাদিত হয়েছে।

উপরের বাক্য তিনটিতে ক্রিয়া তিনটি ভিন্ন সময়ে সম্পাদিত হয়েছে। ক্রিয়া সম্পাদনের এই সময়গুলোই ক্রিয়ার কাল বা কাল।

ক্রিয়ার কাল রূপ নির্ভর, অর্থ নির্ভর নয় : কাল মূলত ক্রিয়ার রূপকে নিয়ন্ত্রণ করে। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে ক্রিয়াবিভক্তি যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ ক্রিয়াপদ তৈরি করে। ধাতুর সঙ্গে যুক্ত হওয়া ক্রিয়াবিভক্তিটি কাল ও পুরুষ অনুযায়ী পরিবর্তিত হয়। আর তাই কাল ও পুরুষ অনুযায়ী ক্রিয়াপদের রূপও পরিবর্তিত হয়।

ক্রিয়াপদের এই পরিবর্তনশীল ‘রূপ’ কাল নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বাক্যের অর্থ নয়। মনে রাখতে হবে, কাল বলতে ক্রিয়ার কালকে বোঝায়, বাক্যের কাল নয়। তাই, ক্রিয়াপদ যে কালের রূপ অনুযায়ী ব্যবহৃত হবে, ক্রিয়াপদটি সেই কালের হবে।

যেমন- ‘তিনি গতকাল হাটে যাননি।’

এখানে, বাক্যটি গতকালকে সম্পাদিত ক্রিয়ার কথা বলছে। সুতরাং, এটি অতীত কালের উদাহরণ হওয়া উচিত। কিন্তু বাক্যের ক্রিয়াপদ ‘যাননি’ বর্তমান কালের রূপে ব্যবহৃত হয়েছে। (যেমন- ‘আপনি আজ হাটে যাননি)। তাই, এখানে ক্রিয়াপদের বা বাক্যের কাল বা ক্রিয়ার কাল বর্তমান হিসেবে ধরা হয়। এ ধরনের উদাহরণকে কালের বিশিষ্ট প্রয়োগ হিসেবে গণ্য করা হয়।

কাল বা ক্রিয়ার কাল ইংরেজী Tense-এর অনুরূপ। কিন্তু ইংরেজী Tense বাক্যের অর্থ অনুসরণ করে, বাংলা কাল প্রায়ই বাক্যের অর্থ অনুসরণ করে না; মূলত বাংলা কাল ক্রিয়ার রূপকে অনুসরণ করে।

প্রকারভেদ : ক্রিয়ার কালকে মূলত- অতীত, বর্তমান ও ভবিষ্যত, এই ৩ ভাগে ভাগ করা যায়। তবে এইগুলোকেও আবার অনেক ভাগে ভাগ করা হয়েছে। নিচে ক্রিয়ার কালের প্রকারভেদ দেওয়া হলো-

বিভিন্ন কালের সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো:

কাল সংজ্ঞা উদাহরণ বিশিষ্ট প্রয়োগ
১. বর্তমান কাল
সাধারণ বর্তমান

নিত্যবৃত্ত বর্তমান

যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে সে ভাত খায়।

আম বাড়ি যাই।

ক) অনুমতি প্রার্থণায় : এখন তবে আসি।

খ) উদ্ধৃতি : চণ্ডীদাস বলেন, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’

গ)বর্ণনা : আমি দেখেছি, বাচ্চাটি রোজ রাতে কাঁদে।

ঘ) নেতিবাচক শব্দযোগে অতীত কালের ক্রিয়ায় : তিনি গতকাল হাটে যাননি।

স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সন্ধ্যায় সূর্য অস্ত যায়। ক) স্থায়ী সত্য : চার আর চারে আট হয়।

খ) ঐতিহাসিক বর্তমান : ঐতিহাসিক ঘটনার বর্ণনায়; বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লীর সিংহাসনে আরোহণ করলেন।

গ) কাব্যের ভনিতায় :

মহাভারতের কথা অমৃত সমান।

কাশীরাম দাস ভনে শুনে পূণ্যবান।।

ঘ) অনিশ্চয়তা : কে জানে দেশে আবার সুদিন আসবে কি না।

ঙ) অতীত ও ভবিষ্যতে ‘যদি, যখন, যেন’ শব্দের প্রয়োগ করলে।

যদি ‍বৃষ্টি আসে, তবে আমরা বাড়ি চলে যাব।
সকলেই যেন সভায় হাজির থাকে।

বিপদ যখন আসে, তখন এমনি করেই আসে।

ঘটমান বর্তমান এখনও চলছে এমন বর্তমানের কাজ হাসান ইডিপিডিবিডিতে পড়ছে।

নীরা গান গাইছে।

ক) প্রত্যক্ষ উক্তিতে : বক্তা বললেন, ‘ধন-সম্পদ লুণ্ঠিত হচ্ছে, দিকে দিকে আগুন জ্বলছে।’

খ) ভবিষ্যত সম্ভাবনা : চিন্তা করো না, কালই আসছি।

পুরাঘটিত বর্তমান পূর্বেই শেষ হয়ে যাওয়া কোনো ক্রিয়ার ফল যদি এখনো বর্তমান থাকে এ বার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

এতক্ষণ আমি অঙ্ক করেছি।

২. অতীত কাল
সাধারণ অতীত যে ক্রিয়া আগেই শেষ হয়েছে প্রদীপ নিভে গেল।

শিকারি পাখিটিকে গুলি করল।

ক) পুরাঘটিত বর্তমানের স্থলে : এক্ষণে জানিলাম, কুসুমে কীট আছে।

খ) বিশেষ ইচ্ছা প্রকাশে : তোমরা যেটি খুশি কর, আমি বিদায় হলাম।

নিত্যবৃত্ত অতীত অতীতকালে অভ্যস্ততা অর্থে আমরা তখন রোজ নদীতে গোসল করতাম। ক) কামনা প্রকাশে : আজ যদি সুমন আসত, কেমন মজা হত।

খ) অসম্ভব কল্পনায় : সাতাশ হত যদি একশ’ সাতাশ।

গ) সম্ভাবনা প্রকাশে : তুমি যদি যেতে, তবে ভালই হত।

ঘটমান অতীত অতীতে চলছিল (যখনকার কথা বলা হচ্ছে, তখনো কাজটি শেষ হয় নি।) কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। আর আমরা তখন ভিজছিলাম।
পুরাঘটিত অতীত অতীতে বহু আগে সংঘটিত সে বার তাকে সুস্থিই দেখেছিলাম।

কাজটি কি তুমি করেছিলে?

ক) অতীতের নিশ্চিত ঘটনার বর্ণনায় : পানিপথের তৃতীয় যুদ্ধে এক লক্ষ মারাঠা সৈন্য মারা গিয়েছিল।

আমি সমিতিতে সে দিন পাঁচ টাকা নগদ দিয়েছিলাম।

খ) অতীতের ক্রিয়া পরম্পরা বোঝাতে অপেক্ষাকৃত আগে সম্পন্ন ক্রিয়াতে : বৃষ্টি শেষ হবার পূর্বেই আমরা বাড়ি পৌছেছিলাম।

৩. ভবিষ্যত কাল
সাধারণ ভবিষ্যত পরে সংঘটিত হবে আমরা মাঠে খেলতে যাব।

শীঘ্রই বৃষ্টি আসবে।

ক)আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে : কে জানত, আমার ভাগ্যে এমন হবে?

সে দিন কে জানত যে ইউরোপে আবার মহাযুদ্ধের ভেরী বাজবে?

খ) অতীতের ক্রিয়ায় সন্দেহের ভাব থাকলে : ভাবলাম, তিনি এখন বাড়ি দিয়ে থাকবেন।

তোমরা হয়ত বিশ্বনবী পড়ে থাকবে।

ঘটমান ভবিষ্যত ভবিষ্যতে চলতে থাকবে
পুরাঘটিত ভবিষ্যত সম্ভবত ঘটে গেছে এমন ক্রিয়া বোঝাতে ভবিষ্যত কালের ক্রিয়া ব্যবহার করলে তা পুরাঘটিত ভবিষ্যত কাল হয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন

  • কোনটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ? (গ-২০০৬-০৭)

এইচ.এস.সি বাংলা ২য়পত্রের সকল অধ্যায় / অন্যান্য অধ্যায়সমুহ দেখতে এখানে যান

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline