কোষ-বিভাজন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 391
3906. মানুষের বংশবৃদ্ধিতে অত্যাবশ্যকীয় ধাপ হলো-
- ইন্টারফেজ
- প্রোফেজ-১
- টেলোফেজ-১
B,C
3907. বাইভ্যালেন্ট সৃষ্টি হয় –
- হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে
- জোড়ায় জোড়ায় মিলিত হয়ে
- নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে
A,C
3908. প্রো-মেটাফেজ স্পিন্ডল তন্তু দেখা যায় –
- মাকুতন্তু
- স্পিন্ডলতন্তু
- ক্রোমোজোমাল তন্তু
B,C
3909. DNA উৎপাদনের জন্য প্রয়োজনীয় এনজাইম উৎপাদন শুরু হয় কোন দশায়?
- বিরাম – ১
- DNA অনুলিপন
- DNA সংকোচন
- বিরাম – ২
3910. সমসংস্থ ক্রোমোজোমের সমান্তরালভাবে জোড় বাধার পদ্ধতিকে কী বলে?
- সিন্যাপসিস
- ক্রসিংওভার
- বাইভ্যালেন্ট
- কায়াজমা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "কোষ-বিভাজন - এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 391"