কেন ব্যান হয় আপওয়ার্ক একাউন্ট? বাংলাদেশ থেকে কি আপওয়ার্ক বন্ধ?

প্রথম প্রশ্ন: কেন ব্যান হয় আপনার আপওয়ার্ক একাউন্ট?

আমাদের একটি ভ্রান্ত ধারণা হল একই ল্যাপটপ থেকে একাধিক আপওয়ার্ক একাউন্ট খুললে কিংবা লগিন করলে আপওয়ার্ক কিংবা ওডেস্ক একাউন্ট ব্যান করে দেয়। আমাদের এই ভ্রান্ত ধারণার মুল কারণ হলো আমরা মাত্র ২/৩ ঘন্টা সময় নিয়ে আপওয়ার্ক ইউজার পলিসিগুলো পড়ি না। একটা চাকরির জন্য যদি ২ ঘন্টা জ্যামে আর ২ ঘন্টা রিসিপশনে বসে থাকতে পারেন। তাহলে আপওর্য়াক এ কাজের জন্য কেন ২ ঘন্টা সময় নিয়ে রুলসগুলো পড়তে পারেন না?

আপওয়ার্ক একাউন্ট ব্যান হওয়ার বহু কারণ রয়েছে। কিন্তু আমরা সাধারণত যেসকল প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং শিখি, উনারাই আমাদের ভুল পরামর্শ আর না জেনেই আজগুবি সব কারণ বলে থাকেন। আবার বর্তমানে আমাদের সরকারই ”বাড়ি বসে বড়লোক” কিংবা “ লার্নিং এন্ড আর্নিং নামক কিছু প্রজেক্ট এ অদক্ষ লোকের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছে। যারা ফ্রিল্যান্সিং এর  “ফ” ও জানে না। ফলে তাদের মাধ্যমে আমাদের ফ্রিল্যান্সিং এ আগ্রহী তরুণরা বিভ্রান্ত হয়। আমি এখানে একাউন্ট ব্যান হওয়ার সবগুলো কারণ  উল্লেখ না করে কেবল যেগুলো সর্ম্পকে আমাদের ভ্রান্ত ধারণা রয়েছে সে বিষয়গুলো তুলে ধরছি। আপওয়ার্ক ব্যান হওয়ার কারণ গুলো এখান থেকে জানতে পারবেন।

মুলত একই আইপি কিংবা একই কম্পিউটার বা একই ইন্টারনেট থেকে একাধিক লোক কাজ করলে আপওয়ার্ক আইডি / ইউজারকে ব্যান করে না। ধরুন আপনার বাসায় আপনি কাজ জানেন, ছোট ভাইকে কাজ শেখাচ্ছেন কিংবা ছোট ভাইও করে কিংবা আপনি এবং আপনার স্ত্রী উভয় আপওর্য়াকে কাজ করেন। আপনি যখন অফিসে থাকেন, আপনার স্ত্রী আপনার ল্যাপটপ থেকে কাজ করতে পারবে কোন সমস্যা নেই।

কিন্তু যদি …

  • একই ব্রাউজার থেকে আগের একাউন্ট লগআউট না করে (ইনকগনিটো  উইন্ডো থেকে) আরেকটি একাউন্ট ওপেন করা হয়। তখন ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • অথবা যদি পর পর দুইটা একাউন্ট কোন ব্রাউজারে রিমেম্বার করা থাকে। এক্ষেত্রে অবশ্যই আপনার পাসওর্য়াড অন্য কারো (এমনি কি নিজের ছোট ভাই / স্ত্রী) সাথে শেয়ার করবেন না।
  • একই পিসি থেকে দুটি একাউন্ট একই সময় লগিন অবস্থায় রাখতে পারবেন না। একটা লগআউট করে অন্যটা লগিন করতে হবে।
  • ট্রাইমট্রাকার থেকেও অবশ্যই লগআউট করতে হবে। প্রয়োজনে নতুন একাউন্ট এ লগিন করার আগে ব্রাউজার ক্যাশে এবং কুকিজ ক্লিয়ার (Ctr+Shift+Del) করে নিবেন।
  • একই তথ্য দিয়ে একাধিক একাউন্ট খোলা হয়, তাহলে আপনি যতই পুরাতন আর যতই ফিডব্যাক ভালো হউক না কেন, আপনার একাউন্ট ব্যান করে দিবে।
  • কখনো হঠাৎ করে আপনার স্কিল পরিবর্তন করবেন না। যেমন আপনি ওয়েব ডিজাইন করতেন, হঠাৎ করে ওয়েব ডিজাইন স্ক্রিল সব ডিলিট করে এসইও স্কিল দিলেন। আমাদের একজন শিক্ষার্থীকে “সরকারী লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট” থেকে এই পরামর্শ দিয়েছিল। যার কারণে উনার একাউন্ট ব্যান হয়্।

দ্বিতীয় প্রশ্ন: বাংলাদেশ থেকে কি আপওয়ার্ক বন্ধ?

উত্তর মোটেও না, আপওয়ার্ক কখনো ডিস্ক্রাইমিনেশনে বিশ্বাসী না। কিন্তু আমাদের উপরোক্ত সরকারি কিছু অনভিজ্ঞ আর অদক্ষ ট্রেইনার (অল্প বিদ্যা ভয়ংকরি) আর প্রতিষ্ঠান গুজব ছড়িয়েছে যে বাংলাদেশ থেকে আপওর্য়াক বন্ধ। তাই ফাইভারে কাজ করো। আসলে ব্যাপারটি হলো, উনাদের আপওর্য়াকে কাজই করে নি তাই ”আঙ্গুর ফল টক”। আপনি বাংলাদেশ থেকে আপওর্য়াক এ একাউন্ট করবেন।  কিন্তু অবশ্যই সঠিক নাম, ইমেইল, অভিজ্ঞতা, পোর্টফলিও আর শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। প্রোফাইল সম্পুর্ণ (100%) করতে হবে। তাহলেই আপনি এপ্লাই করতে পারবেন। ফ্রিল্যান্সিং সর্ম্পকে সঠিক দিক নির্দেশনা কিংবা আপওর্য়াক কাজ সর্ম্পকে আরো জানতে পারবেন আমাদের ইশিখন.কম ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণগুলো থেকে।

আপওর্য়াক সর্ম্পকে আরো কিছু  পরামর্শ:

আপওয়ার্ক এ একাউন্ট ব্যান হওয়ার অন্যতম কারণ হলো কেউ যদি আপনার একাউন্ট কে   “ফ্ল্যাগ এজ ইনএপ্রাফিয়েট” করে রিপোর্ট করে। ্আমরা বাঙ্গালী একে অন্যের ভাল খুব কমই দেখতে পারি। তাই অনেকেই নিজের দেশীয় ভাইদের একাউন্ট এ প্রবলেম খুঁজে বেড়ায় এর সামান্য ত্রুটি পেলেই একাউন্ট নিয়ে রিপোর্ট করে। এটা থেকে মুক্তি পেতে, কখনো নিজের প্রোফাইল পাবলিক না রেখে প্রাইভেট রাখবেন। আর নিয়মিত লগিন করে এপ্লাই করবেন বিড করবেন। নিজের  ইমেইল আইডি, স্কাইপি আইডি, মোবাইল নং কিংবা যোগাযোগের অন্য কোন মাধ্যম ক্লায়েন্ট এর সাথে শেয়ার করবেন না এবং আপওয়ার্ক ছাড়া অন্য কোন মাধ্যমে পেমেন্ট নিতে রাজি হবেন না।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline