
কেন্দ্রীয়-ব্যাংক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-13 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1698
16971. একটি দেশের মুদ্রার বিনিময় হার কীসের ওপর নির্ভরশীল?
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ
- বৈদেশিক মুদ্রার সংরক্ষণ
- দেশীয় মুদ্রার রিজার্ভ
- দেশীয় মুদ্রার সংরক্ষণ
16972. কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এ ঋণ নিয়ন্ত্রণের অন্যতম পদ্ধতি কোনটি?
- নৈতিক প্ররোচনা
- সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান
- বিশ্ব ব্যাংকের পরামর্শ গ্রহণ
- অধীনস্থ ব্যাংকসমূহের মতামত গ্রহণ
16973. বাংলাদেশ ব্যাংকের কর্মকান্ডকে বিভাগত্তিক ভাগ করা যায়-
- প্রশাসনিক বিভাগ
- নোট ইস্যু বিভাগ
- বিনিময় নিয়ন্ত্রণ বিভাগ
A,B,C
16974. ব্যাংক হার বৃদ্ধির কুফল কী?
- রপ্তানি বৃদ্ধি
- আমদানি হ্রাস
- উৎপাদন হ্রাস
- দ্রব্যমূল্য হ্রাস
16975. কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টির প্রধান উদ্দেশ্য হচ্ছে-
- মদ্রাবাজারকে সুসংগঠিত করা
- দ্রব্যমূল্য হ্রাস করা
- নিয়ন্ত্রণমূলক ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি
A,C
16976. ব্যাংক অব ইংল্যান্ড প্রতিষ্ঠার পেছনে কার ভূমিকা ছিল মুখ্য?
- ব্রিটিশ ব্যবসায়ী উইলিয়াম প্যাটারসন
- ইতালি থেকে প্রত্যায়গত কয়েকজন ইহুদি ব্যবসায়ী
- কয়েকজন আমেরিকান ব্যবসায়ী
A,B
16977. কেন্দ্রীয় ব্যাংক কাদের সাথে সরকারের সম্পর্কে স্থাপন করে?
- সরকার কর্তৃক মনোনীত ব্যক্তি
- বাণিজ্যিক ব্যাংকের উর্ধ্বতন কর্তা
- অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ
A,B,C
16978. নতুন ব্যাংক প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের করণীয় হলো-
- ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি প্রদান
- ব্যাংকে অর্থ প্রদান
- ব্যাংককে তালিকাভুক্তকরণের কাজ
A,C
16979. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বিষয়ে ধারণা পাওয়া যায়-
- বাজারে ব্যাংক ঋণের পরিনমাণ কাতম্য মাত্রায় বজায় রাখা
- বিভিন্ন পদ্ধতি বা কৌশল প্রয়োগ
- তালিকাভুক্ত ব্যাংকসমূহ ঋণ নিয়ন্ত্রণ কৌশলের মুখ্য সহযোগী ক্ষেত্র
A,B,C
16980. ঢাকা ক্লাবে বাণিজ্যিক ব্যাংকের এক সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তার বক্তৃতায় বলেন, কেন্দ্রীয় ব্যাংক জাতীয় অর্থনীতির স্নায়ুকেন্দ্রস্বরূপ, যেটি দেশের সকল অর্থনৈতিক কার্যাবলিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। গাছের শাখা যেমন কান্ডের সাহায্যে ছাড়া পরিস্ফুটিত ও পল্লবিত হতে পারে না, তেমনি দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহ ও কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় সাহায্য ছাড়া প্রগতির পথে অগ্রসর হতে পারে না।কেন্দ্রীয় ব্যাংককে জতীয় অর্থনীতির স্নায়ুকেন্দ্রস্বরুপ বলার কারণ কী?
- মুদ্রার সঠিক ব্যবস্থাপনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন
- সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন ও পণ্যমূল্য স্থিতিশীল রাখা
- মুদ্রার মান ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ন্ত্রণ
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।