৩৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি
————— কৃষি ক্ষেত্রে নতুন জাত/উন্নত জাত ও জৈব প্রযুক্তি বিষয়ক আমার নোট ।
,
টপিক >>> কৃষি ক্ষেত্রে নতুন জাত/উন্নত জাত । এখান থেকে বিসিএস প্রিলিতে বহুবার প্রশ্ন এসেছে তাই গুরুত্ব দিন ।
——-
কোন ফসলের উচ্চ ফলনশীল জাতকে বলে >> উফসী
.
১। ‘‘পদ্মা’’ নদী বাদে >>> তরমুজের উন্নত জাত
২। ‘‘যমুনা’’ নদী বাদে >>> মরিচের উন্নত জাত
৩। ‘‘মহানন্দা’’ নদী বাদে>>> আমের উন্নত জাত
৪। পাখি ছাড়া ‘‘ময়না‘‘ >>>> ধানের উন্নত জাত
৫।পাখি ছাড়া ‘‘দোয়েল‘‘ , ‘‘বলাকা‘‘ >> গমের উন্নত জাত
————–
বিটি বেগুন >> সিংনাথ, দোহাজারী, ঘটঘটিয়া (সম্প্রতি )
।
ধানের উন্নত জাত >> ইরাটম , হীরা , মুক্তা, আশা , মালা
————-
গমের উন্নত জাত >>>> সোনালিকা, আকবর , আনন্দ, কাঞ্চন, শতাব্দী ।
।
–
তুলার উন্নত জাত >>রুপালী ও ডেলফোজ
—–
ভুট্টার উন্নত জাত >>> বর্ণালি ও শুভ্রা ,উত্তরণ
——
তামাকের উন্নত জাত >> সুমাত্রা , ম্যানিলা
————
আলুর উন্নত জাত >>>>> ডায়মন্ড , কার্ডিনাল, সিন্দুরী
টমেটো উন্নত জাত>>> বাহার, মানিক, রতন, মিন্টো, ঝুমকা , শ্রাবণী।
———–
বেগুন উন্নত জাত >>>>> শুকতারা , তারাপুরী ,ইওরা।
—–
কলা উন্নত জাত >>>>>> মোহনবাশী, কানাইভোগ, অগ্নিশ্বর , বীজটবা ইত্যাদি ।
————
লবণাক্তসহিষ্ণু ধান >> বিনা -৮ , বিনা -৯, ব্রি ৮৭।
.
মঙ্গা এলাকার ধান >> বিআর -৩৩
.
জলমগ্ন এলাকায় সহনশীল ধান >> বিআর ১১ আর ১ ।
.
জোয়ার -ভাটা অঞ্চলের উপযুক্ত ধান >> ব্রি ধান ৪৪, ব্রি ধান ৩৩, বিআর ১১।
.
বন্যা পরবতী এলাকার উপযুক্ত ধান >> ব্রি ধান ৪৬।
———-
বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার >> দত্তনগর কৃষি খামার , ঝিনাইদহ জেলার মহেশপুর।
।
জাতীয় বীজাগার >> গাজীপুর
আঞ্চলিক বীজাগার >> ঈশ্বরদী,পাবনা।
==
বিজ্ঞান । টপিকস : জৈব প্রযুক্তি। এই টপিকস থেকে প্রায় প্রায় প্রশ্ন আসে । তাই গুরুত্ব দিন। যেটি দিলাম এর বাইরে এই টপিকসে কোন তথ্য নাই। আশা করছি সবার কাজে দিবে।
১। মানুষের রক্ত, বীর্য , েএবং লালাকে চিহ্নিত করে তার ডিএনএ বিশ্লেষণ দ্বারা অপরাধী শনাক্ত করার প্রক্রিয়াকে কি বলে ?
– সেরোলজি।
২।মানবদেহে ক্ষতিকর জিনকে অপসারণ করে সুস্থ জিন প্রতিস্থাপন করার প্রক্রিয়াকে বলে
— জিন থেরাপি।
৩। দই কি ?
– দুধের জমাট বাঁধা ব্যাকটেরিয়া
৪। দুধে কোন এসিড থাকে?
– ল্যাকটিক এ্যাসিড
৫। ক্রোমোজোমে কোন কোন মৌলিক পদার্থ থাকে?
– ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম , লৌহ
৬।কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি?
– ইন্টারফেরণ প্রয়োগ
৬। ইন্টারফেরন কি?
— ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোটিনের সমষ্টি যেটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
৭। সেফালোস্পোরিন কি?
– একটি অ্যান্টিবায়োটিক
৮। বট গাছের আঠায় কোন এমজাইম থাকে?
– ফাইসিন । যেটি কৃমিরোগে ব্যবহৃত হয় ।
৯। জীব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত নতুন প্রাণী কিংবা উদ্ভিদকে কি বলে ?
– ট্রান্সজেনিক প্রানী
১০। ট্রান্সজেনিক প্রানী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলোর দুধ, রক্ত, মূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহোরণ করার প্রক্রিয়াকে কি বলে?
– মলিকুলার ফার্মিং
১১। কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?
– লাইগেজ।
১২।ক্লোনিং কত প্রকার?
– ৩প্রকার । জিন , সেল, জীব ক্লোনিং।
১৩। মানুষের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি?
– Escheretia coli
14.জীব প্রযুক্তির উদাহরণ কোন গুলো ?
– অনুজীব বিজ্ঞান, টিস্যু কালচার , জিন প্রকৌশল
১৫।জীব জগতের বৈচিত্রের নিয়ন্ত্রককে?
-জীন
১৬। বংশগতির ভৌত ভিত্তি কে?
– ক্রোমোজোম
১৭।ক্রোমোজোমের প্রোটিন কয় প্রকার ।?
– ২ প্রকার। ১. হিস্টোন ২. নন-হিস্টোন
১৮। ডিএনএ টেস্টের মাধ্যমে পিতামাতা- সন্তান কত ভাগ মিল পাওয়া যায় ?
– ৯৯.৯%
১৯। জীব RNA কোষে কয় প্রকার?
-৩প্রকার । rRNA, mRNA, tRNA.
20. থাইমিন কোথায় থাকে?
– ডিএনএ ।
২১. ইউরোসিল কোথায় থাকে?
-RNA তে।
২২. DNA/ RNA শর্করা কয় কার্বন বিশিষ্ট ?
– ৫ কার্বন ।
২৩. DNAএর পাইরিডিমিন ও পিউরিন িএর সিকুযেন্স
– A(অ্যাডিনিন )-T(থাইমিন), C(সাইটোসিন-G(গুয়ানিন)
২৪.সকল জীবের আদি বস্তু কোনটি ?
– DNA
২৫. DNA এর গঠন / ডাবল হেলিক্স কে আবিষ্কার করে ?
– ওয়াটসন ও ক্রিক(১৯৫৩ সালে ) এজন্য ১৯৬২ সালে নোবেল পান।
২৬. মানুষের প্রতিটি দেহকোষে কতটি ক্রোমোজোম আছে ?
– ২৩ জোড়া বা ৪৬টি। এর মধ্যে ২২ জোড়া অটোসোম । বাকি ১জোড়া সেক্স ক্রোমোজোম।
২৭.মানুষের জেনেটিক বিশৃঙ্খলার ফলে কোন কোন রোগ সৃষ্টি হয়?
– ১. সিকিল সেল
২. হ্যানটিংটন ‘স রোগ
৩. ডাউন‘স সিনড্রোম
৪. ক্লিনিফেলটার‘স সিনড্রোম
৫. টার্নার‘স সিনড্রোম
২৮. যে জিনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না
– প্রচ্ছন্ন জিন বলে
২৯. যে জিনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে
– প্রকট জিন
৩০. যখন দুটি প্রচ্ছন্ন জিন অথবা দুটি প্রকট জিন একসাথে থাকে
–হোমোজাইগাস বলে
৩১. যখন দুটি জিনের একটি প্রচ্ছন্ন অপরটি প্রকট হয় তখন তাকে
– হেটারোজাইগাস বলে ।
৩২. সেক্স লিংকড জিনের কারণে মানুষের যেসব রোগ হয়
– ১. বর্ণান্ধতা
২. হিমোফিলিয়া >> রক্তজমাট বাঁধে না
৩. রাতকান
৪. এ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া > ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতি
৬. অপটিক অ্যাট্রপি >> অপটিক স্নায়ুর ক্ষয়িষ্ণুতা
৬. জুভেনাইল গ্লুকোমা >> অক্ষিগোলোকের কাঠিন্য
৭. হোয়াইট ফোরলক >> মাথায় সম্মুখভাবে এক গোছা সাদা চুল
৮. মায়োপিয়া >> দৃষ্টিহীনতা
৯. মাসকুল্যার ডিসট্রফি >> পেশি জটিলতা, দশ বছর বয়সেই শিশুর চলনশক্তি লোপ পাওয়া।
৩৩. সর্ব প্রথম নিষেক ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজনে সাফল্য লাভ করেন কে?
– হার্বাট বয়ার এবং স্ট্যানলি ( ১৯৭৩)
৩৪.কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন?
– বেটসন ( ১৯০৮ সালে।
৩৫. মেন্ডেল কি করতেন ?
– অস্ট্রিয়ার ধর্মযাজক ছিলেন ।