কুরআন-ও-হাদিস-শিক্ষা – জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 560
5591. ‘খাওফ’ শব্দের অর্থ কী?
- উ’সাহ
- ভয়
- হতাশা
- করুণা
5592. কুরআন পড়তে হবে-
- শুদ্ধভাবে
- তাজবিদ অনুসারে
- নিজের মতো করে
A,B
5593. উদগাম কয় প্রকার?
- দুই
- তিন
- চার
- পাঁচ
5594. আল-কুরআনের শিক্ষায় আলোকিত হবে-
- ব্যক্তি
- পরিবার
- সমাজ
A,B,C
5595. ব্যক্তি, সমাজ ও জাতির উন্নতি হতে পারে-
- উত্তম চরিত্রে
- নীতি-নৈতিকতায়
- মানবিক মূল্যবোধে
A,B,C
5596. আলাউল ছোটবেলা থেকে তাজবিদের সহিত কুরআন তিলাওয়াত করলেও কোনো আয়াতের অর্থ জানে না। বদিউল তাজবিদের দিকে খেয়াল কম রাখলেও অর্থসহ কুরআন তিলাওয়াত করে।
- সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত
- তাজবিদসহ কুরআন অধ্যয়ন
- শ্রেষ্ঠ পন্থায় কুরআন অধ্যয়ন
A,B
5597. আলাউল ও বদিউল সমান সওয়াব পাবে, যদি তারা-
- তাজবিদ ও অর্থসহ কুরআন পড়ে
- একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করে
- তাজবিদসহ কুরআন পড়া শ্রেষ্ঠ ইবাদত মনে করে
- শুধু অর্থসহ কুরআন পাঠকে প্রাধান্য দেয়
5598. ‘আল-নূর’ শব্দের অর্থ কী?
- জ্যোতি
- দয়া
- করুণা
- রহমত
5599. কুরআন মজিদে পারা সংখ্যা কতটি?
- ২০টি
- ৩০টি
- ৬০টি
- ১১৪টি
5600. দুই যবর, দুই যের, দুই পেশকে কী বলে?
- হরকত
- তাজবিদ
- তানবিন
- উদগাম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কুরআন-ও-হাদিস-শিক্ষা - জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 560"