কুরআন-ও-হাদিস-শিক্ষা – জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 556
5551. নাওম শব্দের অর্থ কী?
- তন্দ্রা
- অবসর
- বিশ্রাম
- ঘুম
5552. কিয়ামত পর্যন্ত কুরআনের আদেশ-নিষেধ পালন করা সকলের জন্য-
- সুন্নাত
- ওয়াজিব
- ফরয
- মুস্তাহাব
5553. সুরা কুরাইশ কোথায় অবতীর্ণ হয়?
- মিনায়
- আরাফায়
- মক্কায়
- মদিনার
5554. কুরআন শব্দটি কোন শব্দমূল থেকে উদ্ভূত?
- কারিউন
- কারউন
- কারাউন
- কারাআ
5555. তাজবিদ অনুসারে কুরআন তিলাওয়াত করা কী?
- ফরয
- ওয়াজিব
- সুন্নাত
- নফল
5556. সুরা আল-ফিল কুরআনের কততম সুরা?
- 103
- 104
- 105
- 106
5557. ইদগাম কয় প্রকার?
- এক প্রকার
- তিন প্রকার
- দু প্রকার
- চার প্রকার
5558. আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ প্রকাশ করে তাঁর-
- ক্ষমতা
- পরিচয়ের স্বরূপ
- কঠোরতা
A,B
5559. ইদগাম শব্দের অর্থ কী?
- গোপন করে পড়া
- মিলিয়ে পড়া
- স্পষ্ট করে পড়া
- জোরে পড়া
5560. কুরআনের ভাগগুলোকে কী বলে?
- পারা
- অংশ
- রুকু
- মনযিল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কুরআন-ও-হাদিস-শিক্ষা - জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 556"