কুরআন-ও-হাদিস-শিক্ষা – জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 564
5631. সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি?
- আল-কুরআন
- বাইবেল
- ইঞ্জিল
- তাওরাত
5632. দুই যবর, দুই পেশ ও দুই যেরকে বলা হয়-
- ইযহার
- তানবিন
- ইদগাম
- ইখফা
5633. আল-ফিলের আয়াত সংখ্যা কত?
- চার
- পাঁচ
- ছয়
- সাত
5634. কুরসি শব্দের অন্য অর্থ হলো-
- সাম্রাজ্য
- মহিমা
- জ্ঞান ও সিংহাসন
A,B,C
5635. ‘গায়েব’ শব্দের অর্থ কী?
- জ্ঞানী
- দৃশ্যমান
- আলোকিত
- অদৃশ্য
5636. কুরআন মাজিদ হলো-
- নৈতিকতার আধার
- মানবিক শিক্ষার আধার
- নৈতিকতাবিরোধী
A,B
5637. কুরআন মাজিদ সর্বকালের সকল মানুষের জন্য-
- হেদায়াতের উৎস
- রহমতের উৎস
- পথ প্রদর্শক
A,B,C
5638. আল্লাহকে কুশি করতে হলে মাহিকে-
- পীরভক্ত হতে হবে
- ন্যায়পরায়ণ হতে হবে
- সদাচারী হতে হবে
B,C
5639. ইকলাবের হরফ কয়টি?
- চারটি
- তিনটি
- দুইটি
- একটি
5640. কুরআন শব্দটি কোন শব্দমূল থেকে উদ্ভূত?
- কারউন
- কিয়াস
- কারিস
- কাউন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কুরআন-ও-হাদিস-শিক্ষা - জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 564"