কুরআন-ও-হাদিস-শিক্ষা – জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 562
5611. তাসনিন ইখফা সম্পর্কে পড়েছে। সে ইখফার কয়টি হরফ জেনেছে?
- ১২টি
- ১৩টি
- ১৪টি
- ১৫টি
5612. মিম সাকিন কোনটি?
- জযমযুক্ত মিম
- যবরযুক্ত মিম
- পেশযুক্ত মিম
- যেরযুক্ত নুন
5613. ইদগামের হরফ কয়টি?
- দুই
- চার
- ছয়
- পনেরো
5614. আবরাহ কোন ধর্মের অনুসারী ছিল?
- ইসলাম
- হিন্দু
- খ্রিস্টান
- বৌদ্ধ
5615. সুরা আল কাদর-এর আয়াত সংখ্যা-
- দুটি
- চারটি
- পাঁচটি
- সাতটি
5616. সহিহ শুদ্ধভাবে কুরআন পাঠের রীতিকে কী বলে?
- তিলাওয়াত
- তাজবিদ
- মাখরাজ
- তানবিন
5617. ইখফা অর্থ কী?
- গোপন করে পড়া
- মিলিয়ে পড়া
- স্পষ্ট করে পড়া
- প্রকাশ্যে পড়া
5618. নুন সাকিন ও তানবিনকে কয় নিয়মে পড়তে হয়?
- এক নিয়মে
- দু নিয়মে
- তিন নিয়মে
- চার নিয়মে
5619. আল কুরআনে সর্বমোট কতটি রুকু রয়েছে?
- ৪৪৪টি
- ৫৫৪টি
- ৩৪৫টি
- ৩২০টি
5620. ইসলমি শরিয়তের প্রধান উৎস কয়টি?
- ৪টি
- ৩টি
- ২টি
- ৫টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কুরআন-ও-হাদিস-শিক্ষা - জেএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 562"