
১. একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০১৭ অনুসরণপূর্বক ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ ও মেধামান নির্ণয় করা হবে।
আবেদনকারীদের বিভিন্ন কলেজ/মাদরাসা/সমমানের প্রতিষ্ঠানে আবেদনের ভিত্তিতে ঐ প্রতিষ্ঠানের নির্দিষ্ট গ্রুপ/শিফট/ভার্সন, আসন সংখ্যা, পছন্দক্রম এবং নিম্ন বর্ণিত নিয়মানুযায়ী মেধামান নির্ধারণপূর্বক একজন আবেদনকারী শিখ্ষার্থীকে শুধূমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিত করা হবে।
২ (ক) এসএসসি (ssc) বা মাধ্যমিকি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-র ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণ করা হবে।
(খ) সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। মাদরাসা, কারিগরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রাপ্ত নাম্বার সমতুল্য করে হিসাব করা হবে।
(গ) বিজ্ঞান গ্রুপে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের জন্য পর্যায়ক্রমে সাধারণ গণিত ও উচ্চতর গণিত/জীববিজ্ঞানের প্রাপ্ত নম্বর বিবেচনায় আনা হবে।
(ঘ) উপরের ক, খ, গ এর বিধান সত্ত্বেও যদি প্রার্থী বাছাইয়ে সমস্যা হয়, তবে পর্যায়ক্রমে ইংরেজী, পদার্থ, রসায়নে প্রাপ্ত মার্ক হিসেব করা হবে।
(ঙ) মানবিক ও ব্যবসা গ্রুপে সমান নম্বর প্রাপ্তদের পর্যায়ক্রমে ইংরেজী, গণিত, বাংলা বিষয়ে প্রাপ্ত নাম্বার বিবেচনায় নেওয়া হবে।
(চ) এক গ্রুপের প্রার্থী অন্য গ্রুপে ভর্তির ক্ষেত্রে জিপিএ একই হলে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এক্ষেত্রৈ প্রার্থী বাছাইকল্পে উদ্ভুত জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজী, গণিত ও বাংলা বিবেচনায় নেওয়া হবে।