কিভাবে ডিস্ক ডিফ্রাগমেন্ট করতে হয়
Disk Defragmenter এর কাজ হচ্ছে বিছিন্ন হয়ে যাওয়া ফাইল গুলোকে একত্রিত করা .এতে  Computer এর Speed বেড়ে যাবে .এই কাজটি ঘন ঘন করা ভালো ,অন্তত মাসে একবার .এতে Hard Disk সুস্থ থাকবে  .


এটা শূরু করার পূর্বে অবশ্যই সকল Running Program বন্ধ করতে হবে এবং  যতক্ষণ শেষ না হবে Computer চালু রাখার ব্যবস্তা করতে হবে .
1.  Start এর Search box  এ Disk  Defragmenter টাইপ করে এটা খুলুন .

অথবা ,
Start > All Programs> Accessories > System Tools > Disk Defragmenter  খুলুন .

2. প্রথমে Analyze Disk ক্লিক কর .এটা Hard Disk এর Size অনুযায়ী একটু সময় নিতে পারে .শেষ হলে আপনার নির্ধারিত Disk  কত পার্সেন্ট Defragmented হয়েছে সেটা দেখাবে .

3.  ১০ পার্সেন্টের বেশি হলে অবশ্যই Defragmenet করতে হবে .এবার Defragment Disk ক্লিক কর .

                                   এক্ষেত্রে কয়েক মিনিট থেকে ঘন্টা পর্যন্ত সময় লাগতে  পারে .

শেষ হলে   Program Window টি close কর।

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below

Mehedi Hasan
Mehedi Hasan

Technical support

I am online

I am offline

Jannatul Ferdous
Jannatul Ferdous

Sales support

I am online

I am offline