কিভাবে ক্লাস হবে??
ক্লাস হবে জুম এর মাধ্যমে স্ক্রিনশেয়ারিংয়ের মাধ্যমে। ক্লাসের সময় আমাদের শিক্ষকের মনিটর/কম্পিউটারের পুরো স্ক্রিন আপনার কম্পিউটারে দেখতে পাবেন, সাথে সাথে হেডফোনে/সাউন্ডবক্সে শুনতে পাবেন। কোন প্রকার প্রশ্ন থাকলে আপনি হেডফোনের মাইক্রোফোনের মাধ্যমে বলতে পারবেন অথবা চ্যাটবক্স থেকে মেসেজ করে প্রশ্ন লিখে জানাতে পারবেন। আপনার ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার থাকলে দেশের যেকোন প্রান্ত চাকরিজীবী, শিক্ষার্থী যেকেউ ঘরে বসেই অংশ নিতে পারবেন।
ক্লাস করতে যা যা লাগবেঃ
১. একটি কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা এড্রয়েড ফোন এবং এর সাথে ইন্টারনেট কানেকশন। কথা শুনার জন্য হেডফোন ফোন অথবা সাউন্ডবক্স, তবে কথা বলার জন্য সাউন্ডবক্সের চেয়ে হেডফোন থাকলে ভালো হবে। ল্যাপটপ হলে সাউন্ডবক্স কিংবা হেডফোনের প্রয়োজন নাই। (ওয়েবক্যাম কিংবা অন্য আর কিছু প্রয়োজন নেই)।
২. আপনি কোনো কোর্সে নিবন্ধন করলে সাথে সাথে আমাদের সাইটে ফেসবুকের মতো একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে। আপনার প্রোফাইলে আপনি কোর্স সম্পর্কিত যেকোনো তথ্য যেমন- ক্লাসের সময়, কুইজ, এসাইনমেন্ট এবং প্রতিটি ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। কেউ লাইভ ক্লাস মিস করলে ভিডিও দেখে নেওয়ার সুযোগ রয়েছে।
৩. লাইভ ক্লাস করার জন্য আপনাকে জুম সফটওয়্যারটি ব্যবহার করতে হবে। আপনার কাছে জুম ডাউনলোড করা না থাকলে আমাদের সাইটে দেওয়া লিংক থেকে জুম ইন্সটল করে নেবেন।
উপরোক্ত বিষয়গুলো থাকলে আপনি আমাদের রেজিস্ট্রেশনের জন্য উপযুক্ত। আপনি রেজিস্ট্রেশন করতে পারেন।
এরপর ক্লাসে কিভাবে অংশ নিবেন তা দেখুন এখান থেকেে
ইশিখনের সাথে থাকার জন্য ধন্যবাদ।