কম্পিউটার এ কাজ করার মধ্যে অনেক সময় কোনো প্রোগ্রাম সাড়া নাও দিতে পারে . এটাকে সাধারণত Hang হয়ে যাওয়া বলে. আমরা অনেকেই এ অবস্থায় কম্পিউটার Restart দিয়ে সমাধান করে থাকি .
তবে এর থেকে অনেক সহজ সমাধান ও রয়েছে ,দেখা যাক সেটা কি ?
Windows Task Manager :
১// কীবোর্ড থেকে Ctrl + Alt + Delete চাপুন .
Windows 7 হলে Logging পেজ চলে আসবে ,সেখান থেকে Start Task Manager ক্লিক কর .
অথবা
Task Bar এ Mouse এর Right বাটন ক্লিক করে Start Task Manager নির্বাচন কর .
২// Task Manager উইন্ডো চলে আসবে.যে প্রোগ্রাম বন্ধ করতে চান সেটাতে ক্লিক করে End Task চাপুন .
প্রোগ্রাম টি বন্ধ হয়ে যাবে .এভাবে কম্পিউটার Restart না দিয়েও যে কোনো প্রোগ্রাম সরাসরি বন্ধ করতে পারেন
0 responses on "কিভাবে কোনো প্রোগ্রাম কাজ না করলে বন্ধ করতে হয়"